Sunday, November 9, 2025

মঙ্গলবার সকালে আরো কিছুটা নামল তাপমাত্রার পারদ (Temperature decreases) ।  সোমবার রাতে তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি । মঙ্গলবার সকালে তা আরও কিছুটা কমেছে। আর থেকে থেকে উত্তুরে হিমেল হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলছে। সেই সঙ্গে এই মুহূর্তে আকাশও মেঘমুক্ত রয়েছে। ফলে নভেম্বরের শুরুতেই রাজ্যে মনোরম একটি শীত শীত ভাব রয়েছে। যদিও পুরোপুরি জাঁকিয়ে শীত পড়তে এখনো দেরি আছে। এই পারদ পতনকে শীতের আগমন বলছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) ।

হাওয়া অফিসের মতে এটা ঋতু পরিবর্তন । উত্তুরে হাওয়া ঢুকছে। বেশ কয়েক বছর ধরে শরৎ এবং শীতের মাঝে হেমন্ত হারিয়ে গিয়েছিল। এবছর ঋতুচক্রে হেমন্ত ফিরে এসেছে । হেমন্তের শেষে আসবে শীত । তাই শীত জাঁকিয়ে বসতে এখনো কিছুটা দেরি আছে। যদিও আবহবিদদের একাংশের অনুমান, প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা কম থাকায় (লা নিনা) এ বার শীত একটু তাড়াতাড়ি থিতু হতে পারে। উত্তর ভারতের একাংশে জাঁকিয়ে ঠান্ডাও পড়তে পারে। কিন্তু তা হলেও বঙ্গে এখনই শীত আসছে না বলেই মনে করছেন তাঁরা।

 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে গোটা রাজ্যে চলতি সপ্তাহ জুড়ে হালকা শীতের আমেজ (Winter season) থাকবে। শুধু মহানগর নয়,তাপমাত্রার এই পারদ পতন অব্যাহত মহানগর সংলগ্ন জেলা গুলি এবং এবং দক্ষিণের জেলাগুলিতেও। ইতিমধ্যেই তাপমাত্রার পতনের জেরে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন ছুঁয়ে ফেলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িকে। ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য এই সময়টা আদর্শ বলা যেতেই পারে । পাশাপাশি চলতি সপ্তাহেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা । সেইসঙ্গে মনোরম পরিবেশ। সব মিলিয়ে উৎসবমুখর বাঙালির জন্য এই সময়টা আদর্শ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version