Thursday, August 21, 2025

মঙ্গলবার সকালে আরো কিছুটা নামল তাপমাত্রার পারদ (Temperature decreases) ।  সোমবার রাতে তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি । মঙ্গলবার সকালে তা আরও কিছুটা কমেছে। আর থেকে থেকে উত্তুরে হিমেল হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলছে। সেই সঙ্গে এই মুহূর্তে আকাশও মেঘমুক্ত রয়েছে। ফলে নভেম্বরের শুরুতেই রাজ্যে মনোরম একটি শীত শীত ভাব রয়েছে। যদিও পুরোপুরি জাঁকিয়ে শীত পড়তে এখনো দেরি আছে। এই পারদ পতনকে শীতের আগমন বলছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) ।

হাওয়া অফিসের মতে এটা ঋতু পরিবর্তন । উত্তুরে হাওয়া ঢুকছে। বেশ কয়েক বছর ধরে শরৎ এবং শীতের মাঝে হেমন্ত হারিয়ে গিয়েছিল। এবছর ঋতুচক্রে হেমন্ত ফিরে এসেছে । হেমন্তের শেষে আসবে শীত । তাই শীত জাঁকিয়ে বসতে এখনো কিছুটা দেরি আছে। যদিও আবহবিদদের একাংশের অনুমান, প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা কম থাকায় (লা নিনা) এ বার শীত একটু তাড়াতাড়ি থিতু হতে পারে। উত্তর ভারতের একাংশে জাঁকিয়ে ঠান্ডাও পড়তে পারে। কিন্তু তা হলেও বঙ্গে এখনই শীত আসছে না বলেই মনে করছেন তাঁরা।

 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে গোটা রাজ্যে চলতি সপ্তাহ জুড়ে হালকা শীতের আমেজ (Winter season) থাকবে। শুধু মহানগর নয়,তাপমাত্রার এই পারদ পতন অব্যাহত মহানগর সংলগ্ন জেলা গুলি এবং এবং দক্ষিণের জেলাগুলিতেও। ইতিমধ্যেই তাপমাত্রার পতনের জেরে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন ছুঁয়ে ফেলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িকে। ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য এই সময়টা আদর্শ বলা যেতেই পারে । পাশাপাশি চলতি সপ্তাহেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা । সেইসঙ্গে মনোরম পরিবেশ। সব মিলিয়ে উৎসবমুখর বাঙালির জন্য এই সময়টা আদর্শ।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version