Tuesday, May 6, 2025

মঙ্গলবার সকালে আরো কিছুটা নামল তাপমাত্রার পারদ (Temperature decreases) ।  সোমবার রাতে তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি । মঙ্গলবার সকালে তা আরও কিছুটা কমেছে। আর থেকে থেকে উত্তুরে হিমেল হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলছে। সেই সঙ্গে এই মুহূর্তে আকাশও মেঘমুক্ত রয়েছে। ফলে নভেম্বরের শুরুতেই রাজ্যে মনোরম একটি শীত শীত ভাব রয়েছে। যদিও পুরোপুরি জাঁকিয়ে শীত পড়তে এখনো দেরি আছে। এই পারদ পতনকে শীতের আগমন বলছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) ।

হাওয়া অফিসের মতে এটা ঋতু পরিবর্তন । উত্তুরে হাওয়া ঢুকছে। বেশ কয়েক বছর ধরে শরৎ এবং শীতের মাঝে হেমন্ত হারিয়ে গিয়েছিল। এবছর ঋতুচক্রে হেমন্ত ফিরে এসেছে । হেমন্তের শেষে আসবে শীত । তাই শীত জাঁকিয়ে বসতে এখনো কিছুটা দেরি আছে। যদিও আবহবিদদের একাংশের অনুমান, প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা কম থাকায় (লা নিনা) এ বার শীত একটু তাড়াতাড়ি থিতু হতে পারে। উত্তর ভারতের একাংশে জাঁকিয়ে ঠান্ডাও পড়তে পারে। কিন্তু তা হলেও বঙ্গে এখনই শীত আসছে না বলেই মনে করছেন তাঁরা।

 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে গোটা রাজ্যে চলতি সপ্তাহ জুড়ে হালকা শীতের আমেজ (Winter season) থাকবে। শুধু মহানগর নয়,তাপমাত্রার এই পারদ পতন অব্যাহত মহানগর সংলগ্ন জেলা গুলি এবং এবং দক্ষিণের জেলাগুলিতেও। ইতিমধ্যেই তাপমাত্রার পতনের জেরে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন ছুঁয়ে ফেলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িকে। ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার জন্য এই সময়টা আদর্শ বলা যেতেই পারে । পাশাপাশি চলতি সপ্তাহেই কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা । সেইসঙ্গে মনোরম পরিবেশ। সব মিলিয়ে উৎসবমুখর বাঙালির জন্য এই সময়টা আদর্শ।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version