Friday, August 22, 2025

আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার গভীর রাতে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে (Anil Deshmukh)। ১২ ঘণ্টার টানা জেরার পরে তাঁকে গ্রেফতার করে ইডি (Ed)। সূত্রের খবর, জেরায় অনিল দেশমুখের জবাব অসঙ্গত হওয়ায় তাঁকে গ্রেফতার করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট।

মার্চ মাসে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত হয়। এরপরই পরই তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে (Parambir Singh) সরিয়ে দেন সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। পরমবীর সিং চিঠি লেখেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhab Thakre)। অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন প্রাক্তন পুলিশ কমিশনার। তাঁর চিঠির বয়ান অনুযায়ী, আম্বানিকাণ্ডে ধৃত পুলিশ অফিসার সচিন ভাজে এবং এসিপি সঞ্জয় পাটিলকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দেন। সেই অভিযোগের তদন্তে নামে সিবিআই। আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডিও। সূত্রের খবর, ইডি আধিকারিকরা জানতে পারেন অভিযুক্ত সচিন ভাজের থেকে হাতবদল হয়ে টাকা গিয়েছিল অনিল দেশমুখের কাছে।

তোলাবাজি মামলায় মুম্বই পুলিশের তরফে পরমবীর সিংয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কিন্তু ৪ মের পর থেকে পরমবীর সিংয়ের কোনও খোঁজ নেই।

বর্ষীয়ান এনসিপি (NCP) নেতা অনিল দেশমুখ অবশ্য দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুয়ো। তবে, সোমবার রাতে ম্যারাথন জেরায় তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় অনিলকে গ্রেফতার করে ইডি। স্থানীয় আদালতে তুলে অনিলকে নিজেদের হেফাজতে নিতে চাইবে ইডি।

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version