Wednesday, August 27, 2025

হিমাচলে ৩ বিধানসভা কেন্দ্রেই বড় জয় কংগ্রেসের, মুখ থুবড়ে পড়ল বিজেপি

Date:

শুধু বাংলা নয়, দেশজুড়ে ২৯ টি বিধানসভা ও ৩ লোকসভা আসনে উপনির্বাচনের(bypoll election) ফলাফলে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা গেরুয়া শিবিরের। হিমাচল প্রদেশের একটি লোকসভা ও তিনটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফলাফলে তিনটেতেই গোহারা হারল বিজেপি। তিনটি আসনেই বড় জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে একটি লোকসভা আসনে বিজেপিকে টক্কর দিয়ে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে কংগ্রেস। সব মিলিয়ে উপনির্বাচনের ফলাফলে দেশজুড়ে কার্যত মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির।

৩০ অক্টোবর হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা আসন সহ অর্কি, ফতেপুর ও জুব্বল-কোটখাই বিধানসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার ছিল ভোট গণনা। ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, বিপুল ব্যবধানে বিজেপিকে হারিয়ে এই তিনটি বিধানসভা আসন পেয়েছে কংগ্রেস প্রার্থীরা। অন্যদিকে, মন্ডি লোকসভা আসনে বিজেপিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রতিভা সিং। বড় কোনো অঘটন না ঘটলে এই আসনে নিশ্চিত জয়ের পথে এগোচ্ছেন কংগ্রেস প্রার্থী। বিজেপি শাসিত হিমাচল প্রদেশ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এখানকার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছিল রাজনৈতিক মহল। তবে ফলাফল প্রকাশ্যে আসার পর কার্যত স্পষ্ট বিজেপি শাসিত এই রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে।

আরও পড়ুন:মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর ১০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর

অন্যদিকে বিহারেও বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের হাল অত্যন্ত খারাপ। এই রাজ্যে দুটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ। তারাপুর এবং কুষেশ্বর আস্থান। তবে এই দুই কেন্দ্রে শাসকদল জেডইউর হাল অত্যন্ত খারাপ। বরং সময় যত গড়াচ্ছে দুটি কেন্দ্রে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি। উল্লেখ্য, দেশজুড়ে যে ২৯ টি আসনে এদিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে পূর্বে হাফ ডজনেরও বেশি আসনে জয়ী ছিল বিজেপি। তবে ফল ঘোষণার পর যে ছবি প্রকাশ্যে আসছে তা বিজেপির জন্য মোটেই সুখকর নয়।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version