Saturday, January 10, 2026

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী-সহ ১২ ক্রীড়াবিদ

Date:

Share post:

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন ( Khel Ratna) সম্মানে ভূষিত হচ্ছেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সোনাজয়ী নীরজ চোপড়া ( Neeraj Chopra) , ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী( Sunil Chhetri)-সহ ১২ ক্রীড়াবিদ। এছাড়াও যাঁরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হচ্ছেন তাঁরা হলেন রবি কুমার (কুস্তি), লাভলিনা বরগোঁহাই (বক্সিং), পি আর শ্রীজেশ (হকি), অবনী লেখরা (প্যারা শুটিং), সুমিত আন্টিল (প্যারা অ্যাথলেটিক্স), প্রমোদ ভগত (প্যারা ব্যাডমিন্টন), কৃষ্ণ নাগর (প্যারা ব্যাডমিন্টন), মণীশ নারওয়াল (প্যারা শুটিং), মিতালি রাজ (ক্রিকেট) এবং মনপ্রীত সিং (হকি)। সুনীল ছেত্রী দেশের প্রথম ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন গোলকিপার শ্রীজেশ ও অধিনায়ক মনপ্রীত ছাড়া টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের প্রত্যেক সদস্যরা।

দ্রোণাচার্য পুরস্কারের লাইফ টাইম ক্যাটেগরিতে নাম রয়েছে টি পি ঔসেফ, সরকার তলওয়ার, সরপাল সিং, আশান কুমার ও তপনকুমার পানিগ্রাহীর। দ্রোণাচার্য পুরস্কারের রেগুলার ক্যাটেগরিতে রয়েছেন রাধাকৃষ্ণন নায়ার, পি সন্ধ্যা গুরুং, প্রীতম সিওয়াচ, জয়প্রকাশ নৌটিয়াল ও সুব্রমণ্যন রামন। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন লেখা কেসি, অভিজিৎ কুন্তে, দভিন্দর সিং গরচা, বিকাশ কুমার ও সজ্জন সিং। চণ্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটি পাচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি।

টোকিও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সে পদকজয়ীদের নাম রেখেই এবার ঘোষিত হল ২০২১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার। গত বছরের পুরস্কার প্রাপকদের হাতে গতকালই তুলে দেওয়া হয়েছিল পুরস্কার। যদিও নগদ অর্থ নির্ধারিত সময়ে গত বছরই পৌঁছে গিয়েছিল। কিন্তু করোনা কারণে ট্রফি দেওয়া হয়নি। অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সে জন্য এ বছরের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণায় কিছুটা দেরি করল কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। ১৩ নভেম্বর পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুন:শামির পাশে দাঁড়ানোয় বিরাটের ৯ মাসের মেয়েকে ‘ধর্ষণের’ হুমকি, তদন্তের দাবি মহিলা কমিশনের

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...