কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্ত্তিক পুজোয় দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা হাইকোর্টের

হাই কোর্ট

কালীপুজো প্যান্ডেলে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের ছাড়পত্র দিল না কলকাতা হাইকোর্ট। গত বছরের নির্দেশই বলবৎ রাখা হল। এবারও কালীপুজো, জগদ্ধাত্রী পুজো বা কার্ত্তিক পুজোয় দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি থাকছে। মুখে মাস্ক থাকলেও প্রবেশ করা যাবে না। ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া থাকলেও ছাড়পত্র দেওয়া হবে না বলেই জানিয়ে দিল হাইকোর্ট। সব মিলিয়ে দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের তরফে।

আরও পড়ুন- ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা টিকাকরন নিয়ে ভারচুয়াল  বৈঠক মোদির
দুর্গাপুজোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু আদতে দেখে গিয়েছিল, সে সবের তোয়াক্কা না করেই রাস্তায় বেড়িয়েছিল মানুষ।এমনকি পুজোর পর কলকাতায় কোভিডের গ্রাফও ওপরের দিকে উঠেছে।তাই এবার আরও কঠোর মনোভাব দেখাল আদালত।

Previous articleদেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, পরিস্থিতি খতিয়ে দেখতে ৯ রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র
Next articleসতীর একান্ন পীঠের এক পীঠ শালবাড়ির ভ্রামরি মন্দির