প্রচুর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ইন্ডিয়ান অয়েলের ইস্টার্ন রিজিয়নে ৫৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ৩১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ যোগ্যতার প্রার্থীরা নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে জানা যাবে।

www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর সকাল ১১টা থেকে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সময়মতো উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন- NEET ২০২১-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় শীর্ষ স্থানে মৃনাল, তন্ময়, কার্তিকা