NEET ২০২১-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় শীর্ষ স্থানে মৃনাল, তন্ময়, কার্তিকা

NEET ২০২১-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় শীর্ষ স্থানে তিনজন। তেলেঙ্গনার মৃনাল কুট্টেরি, দিল্লির তন্ময় গুপ্তা ও মহারাষ্ট্রের কার্তিকা জি নায়ারের। ৭২০ নম্বরের পরীক্ষায় তাঁদের তিনজনই ৭২০ নম্বরই পেয়েছেন।

মহারাষ্ট্রের কার্তিকা জি নায়ার মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। গত ১২ সেপ্টেম্বর NEET-UG exam নেয় এনটিএ। যেখানে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন ৯৫ শতাংশ পরীক্ষার্থী। চলতি বছরে সব রেকর্ড ভেঙে দেয় National Eligibility cum Entrance Test NEET-এর পরীক্ষার্থীর সংখ্যা। ১৬.১৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষ দিয়েছিলেন।

আরও পড়ুন-ভারতীয় বিজ্ঞানীদের মান্যতা: অবশেষে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

NTA জানিয়েছে, পরীক্ষা কেন্দ্র সঠিক ভাবে নিয়ম না মানায় ১৫ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।

Previous articleআইসিসির টি-২০ ব‍্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম
Next articleরাজনীতিবিদ থেকে অভিনেত্রীদের দীপাবলি পালন, রইল একগুচ্ছ ছবি