Saturday, August 23, 2025

পিছিয়ে থেকেও রোনাল্ডো ম‍্যাজিকে আটালান্টার বিরুদ্ধে ড্র ম‍্যানইউর

Date:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League)গ্রুপ পর্বের খেলায় পিছিয়ে থেকেও ড্র করল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড ( Manchester United)। মঙ্গলবার রাতে আটালান্টার(atalanta)  বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano ronaldo) দল। জোড়া গোল সিআরসেভেনের।

শেষ কয়েক ম‍্যাচের জঘন‍্য পারফরমেন্সের পর টটেনহ‍্যামকে হারিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পায় রেড ডেভিলসরা। তবে এখনও যে তাদের ধারাবাহিকতার অভাব রয়েছে তা দেখায় যায় আটালান্টা ম‍্যাচে। ম‍্যাচে এদিন ১২ মিনিটের মাথায় গোল করে আটালান্টাকে এগিয়ে দেন জোসেফ ইলিচিচ। পাল্টা আক্রমণ চালায় ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে শেষ লগ্নে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান রোনাল্ডো।

প্রথমার্ধ ম্যাচ ১-১ হলেও আটালান্টার আক্রমণের বিরুদ্ধে বরাবরই ছন্নছাড়া দেখাচ্ছিল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের ছবিটাও ঠিক ছিল একইরকম। যার ফলে ম‍্যাচের ৫৬ মিনিটে এগিয়ে যায় আটালান্টা। আটালান্টা হয়ে গোল করেন ডুভান জাপাটা। ফের পাল্টা আক্রমণ চালায় রোনাল্ডোর ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ড্রয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ‘এফ’-র শীর্ষে রইল রেড ডেভিলসরা। অপরদিকে, ক্যাপু এবং গ্রোয়েনফেল্ডের গোলে ইয়ং বয়েজকে ২-০ হারিয়ে ইউনাইটেডের সমসংখ্যক সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ভিলারিয়াল। আটালান্টা পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

আরও পড়ুন:বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন  ভারতীয় বক্সার আকাশ কুমার

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version