Monday, November 10, 2025

আগরতলার পুরভোটে সব আসনে প্রার্থী তৃণমূলের, ৫১ জনের তালিকায় ২৫ জন মহিলা

Date:

বাংলার উপনির্বাচনে বিজেপিকে হোয়াইটওয়াশ করার পরের দিনই আগরতলার (Agartala) পুরভোটে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল (Tmc) প্রার্থীরা। আর সেই তালিকায় প্রাধান্য মহিলাদের।

ত্রিপুরায় তৃণমূলের উপর চমক-ধমক চলছেই। বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছেন জোড়া ফুলের নেতা-কর্মীরা। কিন্তু সেইসবকে উপেক্ষা করে বুধবার রীতিমতো মিছিল করে গিয়ে আগরতলায় ৫১টি আসনেই মনোনয়ন জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা। প্রার্থী তালিকায় ৫১জনের মধ্যে ২৫ জনই মহিলা। তৃণমূল বরাবরই মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে অগ্রাধিকার দেয়। পশ্চিমবঙ্গের তৃণমূলের মহিলা জনপ্রতিনিধির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেশি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার বলেন, রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ দেশ গঠনে সহায়তা করে। ত্রিপুরাতে তার ব্যতিক্রম হল না।

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫১ টি আসনে ২৫ নভেম্বর ভোট। এদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত কয়েকমাসে ত্রিপুরায় বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে অনেকটাই। বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরামহীন আন্দোলনে ত্রিপুরায় বিজেপি থরহরিকম্প। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সভা আটকাতে ষড়যন্ত্রের কসুর করেননি বিপ্লব দেবের প্রশাসন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিন, আগরতলার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সঙ্গে ছিলেন দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmik) ও সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)-সহ প্রচুর তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, পরিস্থিতি খতিয়ে দেখতে ৯ রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র

সুস্মিতা দেব বলেন, “অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫১টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস তৈরি করেছে প্রার্থীদের মারধর করা ভয় দেখানো কি না করেছে, তবুও আমাদের আটকানো যায়নি। এটা আমাদের প্রথম জয়। আমরা আশাবাদী ত্রিপুরার মানুষ আমাদের সঙ্গে রয়েছে।”

সুবল ভৌমিক জানান, “বুধবারও খোয়াই, উদশপুরে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দিয়েছে বিজেপি। এসবের পরও আগরতলা মিউনিসিপ্যাল, নগর পঞ্চায়েত, পুর পরিষদেও আমরা ভালো ফল করব। আমাদের কেউ আটকাতে পারবে না। সন্ত্রাস সৃষ্টি করে আমাদের প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বিজেপির সব চেষ্টা ব্যর্থ করে ৫১টি আসনেই প্রার্থী দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস।”

 

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version