Thursday, November 13, 2025

ঢাকায় আসবেন রাষ্ট্রপতি কোবিন্দ , পাল্টা  মুজিব কন্যা রেহানা আসতে পারেন দিল্লি

Date:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের বিজয় দিবস ও ভারত-পাকিস্তান যুদ্ধের ৫০ বছর উদযাপনে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৬-১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন বলে  জানিয়েছে  হাসিনা সরকার।। কোবিন্দ এই সফরে গেলে করোনা মহামারির পর থেকে এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

বিশেষজ্ঞদের মত,  ভারতীয় রাষ্ট্রপতি সফরে এলে প্রতিরক্ষা, যোগাযোগ, বাণিজ্য থেকে বিনিয়োগ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্ক আরও প্রসারিত হবে। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে আবারও টিকা রফতানি চালু করেছে ভারত।

আরও পড়ুন- “ভাড়া বাড়াবেন না, অন্যভাবে পুষিয়ে দেব”, বার্তা পরিবহন মন্ত্রীর

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে আসার জন্য মুজিব কন্যা শেখ রেহানাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর বা শেখ রেহানার দিল্লি সফর, কোনওটাই এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। মুজিববর্ষ, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ৫০তম বছর উদযাপন করতে তিনি এই সফর করেন। মহামারি শুরুর পর থেকে মোদির বেলায়ও এটি ছিল প্রথম বিদেশ সফর। তার এই সফর দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং সংযোগ অংশীদারত্বকে প্রসারিত করেছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version