Tuesday, November 11, 2025

মৃত্যুবাসর সাজিয়ে প্রিয়জনদের ডেকে বিদায় নিলেন সুস্মিতা!

Date:

নিজের মৃত্যুবাসর নিজেই সাজানো। যাকে যা বলার, বার্তা দেওয়ার- তা সব নিখুঁতভাবে চিঠিতে লেখা। আর আগে থেকেই প্রিয়জনদের আমন্ত্রণ জানিয়ে রাখা “ওই দিন, ওই সময় আমার বাড়িতে চলে এসো”। হ্যাঁ, আইনের চোখে এটা আত্মহত্যা। কিন্তু এরকম মৃত্যুবাসর সাজিয়ে যিনি বিদায় নিয়েছেন সেই সুস্মিতা রায়চৌধুরীর কাছে এটি “স্বেচ্ছামৃত্যু’।

পাঁচ-সাতদিন আগে থেকেই নিমন্ত্রণ চলছিল। সবাই ভেবেছিলেন তাঁদের প্রিয় মুনদি হয়তো কোনও সারপ্রাইজ দেবেন তাঁদের। হয়তো নতুন কোনও রান্না খাওয়াবেন। কিন্তু ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেননি আড়াই মাস আগে যে মানুষটি ৬০ পূর্ণ করেছিলেন, তিনি ৩১ অক্টোবর, রবিবার নিজের বাড়িতে আত্মহত্যা করবেন।

সুস্মিতা কোনও দুরারোগ্য অসুখে আক্রান্ত ছিলেন না। ছিল না কোনও মানসিক যন্ত্রণা বা অবসাদ। তাহলে কেন এরকম সিদ্ধান্ত? কারণটি খুবই বিস্ময়কর। গত বছর জন্মদিনে ফেসবুক পোস্টে সুস্মিতা লিখেছিলেন, “আমার ইচ্ছে, আমার মরণ বাসরসজ্জা আমি নিজেই রচনা করব। এটা আমার খুব ছোটবেলার স্বপ্ন। এ বিষয়ে আমি খুবই রোম্যান্টিক। কোনও দুঃখ না, হতাশা, অবসাদ না। আমার প্রচন্ড ভালোবাসার জীবনকে আমি কিছুতেই স্বাভাবিক যাপনের বিরুদ্ধে আপোস করতে দেব না।”

আরও পড়ুন:উপনির্বাচনে গো-হারা, তথাগতর পর এবার সৌমিত্র-জয়ের নিশানায় বিজেপি নেতৃত্ব

ডানলপের কাছে বি-হাইভ গার্ডেনের ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন সুস্মিতা রায়চৌধুরী। মৃত্যুর আগে খাওয়ার টেবিলে খামে ভরে পুলিশের জন্য চিঠি লেখা থাকে। নিজের আধার কার্ড। আরও কিছু নির্দেশ দেওয়া চিঠি বিভিন্ন জনের উদ্দেশ্যে। সঙ্গে আর্ট পেপারে লেখা রবীন্দ্রনাথের দামিনীর একটি কোটেশন।

রবিবার দুপুরে একতলার বাসিন্দা বোন সঞ্চিতাকে রোজকার মতো আদর করে যান মুন। তার আচরণে বিন্দুমাত্র অস্বাভাবিকতা দেখেননি সঞ্চিতা। সুস্মিতার সংসার ছিল চারতলায়। সমাজকর্মী হিসেবে যথেষ্ট পরিচিত ছিলেন তিনি।বন্ধুবান্ধবের সংখ্যা অগুন্তি। মৃত্যুর আগে ঘনিষ্ঠদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ মেসেজ লিখেছিলেন। মেসেজ লেখার পর ফোন বন্ধ করে দেন সুস্মিতা। রবিবার রাতে পুলিশ সেই ফোন অন করার পরেই মেসেজগুলি পৌঁছতে থাকে। স্বামী, জন্যেও রেখে গিয়েছেন বার্তা। তাতে বলা ছিল, একা ঘরে থাকতে কষ্ট হলে কাকে কাকে ডেকে নিতে হবে। আর কয়েকদিন পরে সব সহ্য হয়ে যাবে।

সুস্মিতা লিখেছিলেন
‘সেই ছোট্টবেলা থেকে জরা, ব্যাধি, মৃত্যুর কথা জানি। জীবনকে যতটা ভালোবাসি, মৃত্যুকেও ততটাই ভালোবাসি। মৃত্যুকে কোনওদিন ভয় পাইনি বলেই তো জীবনকে এতো গভীর ভাবে উপভোগ করতে পেরেছি।…ভিক্ষা না, মৃত্যুকেও আমি অর্জন করতে চাই। মৃত্যু আমার কাছে পালানো নয়। আমি মৃত্যুর প্রণয়প্রার্থী।”

আত্মহত্যার মতো স্বেচ্ছামৃত্যু আমাদের দেশের আইনে অপরাধ। তাই এই মৃত্যু কোনভাবেই গৌরবান্বিত করতে চান না কেউই। তবে শুধু মৃত্যুকে ভালবেসে কেউ এ ধরনের পদক্ষেপ করতে পারে তা ভেবে বিস্মিত সুস্মিতার প্রিয়জনরাও।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version