Monday, November 10, 2025

উপনির্বাচনে গো-হারা, তথাগতর পর এবার সৌমিত্র-জয়ের নিশানায় বিজেপি নেতৃত্ব

Date:

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবির পর বিজেপির অন্দরে প্রবল কোন্দল। একের পর এক নেতা বেসুরো। মুখরক্ষা করতে যখন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা যখন সন্ত্রাসকে হাতিয়ার করার চেষ্টা করছেন, তখন গো-হারা হারের পিছনে দলীয় নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন বিষ্ণুপুরের সাংসদ তথা যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপির জাতীয় কমিটির নেতা জয় বন্দ্যোপাধ্যায়রা।

শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটায় মুখ থুবড়ে পরার পর বিস্ফোরক সৌমিত্র খাঁ। সৌমিত্রর দাবি, দলীয় নেতৃত্বে কারও সঙ্গে কারও মিল নেই। একজন নেতার সঙ্গে অন্যজনের মিল নেই। তার প্রতিফলন ঘটছে নিচুতলাতেও। বাংলা থেকে দলের চারজন কেন্দ্রীয় মন্ত্রীকেও নিশানা করেছেন বিষ্ণুপুরের সাংসদ। তাঁর কথায়, “কেন্দ্রীয় মন্ত্রীরা রাস্তায় নামেন না। মানুষ কোনও আশা দেখতে পাচ্ছেন না।” এদিকে, রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের প্রভাব যে নির্বাচনের ফলাফলেও পড়ছে তা এদিন স্বীকার করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন:কালীপুজোয় রঘু ডাকাতের হানা, বড় পর্দায় ফের দেব-ধ্রুব জুটি

দীর্ঘদিন থেকে রাজ্য নেতৃত্বর উপর অনাস্থা দেখছেন বিজেপিরের নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের কথায়। রাজ্য নেতৃত্বকে খোঁচা মেরে জয় বলেন, “বিজেপি তলিয়ে যাচ্ছে। ডুবে যাওয়া সিপিএমও দাঁড়িয়ে যাচ্ছে। বিভেদের রাজনীতি ও প্রচার যতদিন না বন্ধ করবে দল ততদিন কিছু হবে না। বাংলার মানুষ প্রগতি উন্নয়ন চায়। বিভেদের প্রচার মানুষ বোঝে না।”

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version