Monday, August 25, 2025

ত্রিপুরায় সন্ত্রাস চলছে, তার মধ্যেও পুরভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস: সুবল ভৌমিক

Date:

রাজনৈতিক হিংসাতো বটেই সাম্প্রদায়িক হিংসা ভয়াবহভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ত্রিপুরা(Tripura) রাজ্যে। এসব কিছুর মাঝেই পৌরসভা নির্বাচন আগরতলায়। এই নির্বাচনে অংশগ্রহণ করার পাশাপাশি সবকটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল(TMC)। যদিও হিংসাত্মক আক্রমণের মাধ্যমে তৃণমূলকে থামাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বিজেপি(BJP)। সে প্রসঙ্গে এদিন সরব হয়ে উঠলেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক(subal bhowmik)। বৃহস্পতিবার তিনি জানান, “তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা আটকাতে লাগাতার হিংসা চালিয়েছে বিজেপি। যদিও এতকিছুর পরও ১০০ শতাংশ আসনে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল।”

এদিন সুবল ভৌমিক বলেন, “তৃণমূল প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার জন্য নির্দিষ্ট সরকারি অফিসের বাইরে লাঠি-সোটা, অস্ত্র হাতে জমায়েত করে দাঁড়িয়েছিল বিজেপির গুন্ডারা। বহু জায়গায় তৃণমূল প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। তারপরও ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছি আমরা।” শুধু তাই নয়, ত্রিপুরা ধরে চলা সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যে গণতন্ত্র বিপন্ন। লাগাতার ভয়াবহ হিংসার জেরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। এই সরকার রাজ্যজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। ধর্মের বিরুদ্ধে ধর্ম, জাতির বিরুদ্ধে জাতিকে লড়িয়ে দেওয়া হচ্ছে। শাসকদল চাইছে এই রাজ্যের মানুষ ভয়ের মধ্যে থাকুক। আর সেই জন্যই এরা হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে।”

আরও পড়ুন:মৃত্যুবাসর সাজিয়ে প্রিয়জনদের ডেকে বিদায় নিলেন সুস্মিতা!

ত্রিপুরার রাজ্যপালের বিরুদ্ধেও সরব হয়ে ওঠেন সুবল ভৌমিক। তাঁর কথায়, “এই ভয়াবহ পরিস্থিতির জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে আমি(সুবল ভৌমিক) ও সুস্মিতা দেব সময় চেয়েছিলাম। ২ দিন পরে তিনি জানান তিনি অসুস্থ। এই রাজ্য সরকার আমাদের সরকারিভাবে জানাক অসুস্থ রাজ্যপালের চিকিৎসা কোথায় চলছে?”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version