Thursday, May 8, 2025

রাজ্যের মঙ্গলকামনায় ৮ ঘা চাবুক খেলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister) তিনি। এহেন ভিভিআইপি ব্যক্তি প্রকাশ্যে খেয়ে যাচ্ছেন চাবুকের বাড়ি। একটি-দুটি নয়, একের পর এক। একগ্ৰাম লোকের সামনে তার উপর চাবুক চালাচ্ছেন জনৈক এক মধ্যবয়সী। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের(Bhupesh Baghel) এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। যদিও জানা গিয়েছে, এই চাবুকের ঘা তিনি খেয়েছেন ছত্তিশগড়ের(Chattisgarh) দুর্গ জেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যবাসীর মঙ্গলকামনায়।

যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একহাত প্রসারিত করে পুজোর মাঠে দাঁড়িয়ে রয়েছেন বাঘেল। এবং তাঁর উপর চাবুক চালাচ্ছেন মধ্যবয়সী এক ব্যক্তি। একটি দুটি নয়, পরপর ৮ ঘা। চাবুক মারার পর বাঘেলকে এসে জড়িয়ে ধরেন ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রীও তাঁকে। এরপর এই ভিডিও টুইটারে শেয়ার করেন বাঘেল। টুইটে তিনি লেখেন, ‘রাজ্যের মঙ্গল কামনায় আজ জঞ্জগিরিতে সোঁটার মার খাওয়ার রেওয়াজ পালন করলাম। সবার ভাল হোক।’ উল্লেখ্য, কুশের তৈরি বিশেষ এই চাবুকের নাম সোঁটা।

আরও পড়ুন:উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

জানা গিয়েছে, প্রতিবছর দীপাবলির পরের দিন দুর্গ জেলার জঞ্জগিরিতে গোবর্ধন পুজো হয়। স্থানীয়দের বিশ্বাস, পুজোয় কুশের চাবুক দিয়ে কোনও ব্যক্তির হাতে সজোরে আঘাত করা হলে তাঁর সব সমস্যা দূর হবে। সৌভাগ্য ফিরবে। বঘেল সেই ঐতিহ্য মেনেই পুজোয় অংশ নিয়েছিলেন। তবে এই প্রথম নয়। প্রতি বছরই নিয়ম করে এই পুজোয় মুখ্যমন্ত্রী অংশ নেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

 

spot_img

Related articles

অভিযানে কমপক্ষে ১০০ পাক জঙ্গির মৃত্যু, ‘অপারেশন সিন্দুর’ চলবে: রাজনাথ, পাশে থাকার বার্তা সুদীপদের

অপারেশন সিন্দুর-এ কমপক্ষে ১০০ পাক জঙ্গির মৃত্যু হয়েছে। কিন্তু এখন এই অভিযান শেষ হয়নি। বৃহস্পতিবার, দিল্লিতে সর্বদল বৈঠকে...

আপৎকালীন পরিস্থিতির আশঙ্কায় বিনিয়োগে ঝোঁক, একলাখে পৌঁছল সোনা!

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝে বিনিয়োগে ভবিষ্যতের সুরক্ষা খুঁজতে ব্যস্ত লগ্নিকারী। এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...