Friday, August 22, 2025

বাংলায় ভরাডুবির পর বিজেপির অন্দরে কোন্দল প্রকাশ্যে। তথাগত রায় দলের রাজ্য নেতৃত্বকে বারবার আক্রমণ আর কটাক্ষ করে দলকে বিপদে ফেলেছেন। আদি-নব্য লড়াই কী ভীষন পর্যায়ে পৌঁছেছে, তা বোঝা গিয়েছে আক্রমণের ধারালো কথাবার্তায়।। উপনির্বাচনে দ্বিতীয় দফায় দলের বিচ্ছিরি হারের পর তাক করেছিলেন দলের রাজ্য নেতৃত্বকে। বলেছিলেন, দলবদলুদের বিজেপি কোলে বসিয়েছে। আর ওদের জন্যই দলের এই ন্যক্কারজনক হার। দলের রাজ্য নেতৃত্বকে জোকার বলতেও ছাড়েননি। কৈলাশ-শিবপ্রকাশ ছাড়াও তথাগতর আসল লক্ষ্য অবশ্যই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুবত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ইংরেজিতে ট্যুইট করেন দিলীপ। সেই ইংরেজি নিয়েও প্রকাশ্যে ট্যুইটে কটাক্ষ করতে ছাড়েননি তথাগত। কার্যত দিলীপকে ‘অশিক্ষিত’ও বলছেন।

পালটা দিলীপ শনিবার বলেন, দলে এমন অনেকে আছেন, যারা নিজেদের যোগ্যতার চাইতে বেশি পেয়েছেন। তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছেন। এদের বিজেপিতে কোনও অবদান নেই। এদের যদি বিজেপিতে থাকতে অসুবিধে হয়, লজ্জা লাগে, তাহলে রয়েছেন কেন? ছেড়ে দিলেই হয়। তাহলে দলও হাঁফ ছেড়ে বাঁচে। এরা চলে গেলে দলের একচুলও সমস্যা হবে না।

আরও পড়ুন:ভাই মন্ত্রী, বেচারামের বাড়িতে সাতবোনের জমজমাট ভাইফোঁটা

দিলীপ সকালে একথা বলতেই প্রত্যুত্তর দিয়েছেন তথাগত। বলেন, আমার কথা বোঝার মতো ক্ষমতা ওর নেই। অর্ধশিক্ষিত হলে যা হয়! তবে ওর কথার জবাব দেওয়ার রুচিও আমার নেই। দিলীপ অবশ্য তোপ দেগেই রওনা হয়ে হয়ে যান দিল্লিতে। কাল, রবিবার কর্মসমিতির বৈঠক। দলের রাজ্য কমিটিতে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version