Wednesday, November 12, 2025

দল ছাড়ুক বলাতে দিলীপকে “অর্ধশিক্ষিত” বলে পাল্টা দিলেন তথাগত

Date:

“অর্ধশিক্ষিত”! বাম জমানায় একটা সময় সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী বিরোধী দলের নেতৃত্ব ও সংবাদ মাধ্যম সম্পর্কে এমন শব্দ ব্যবহার করতেন। এবার সেই একই শব্দ নিজের দলের নেতার প্রতি প্রয়োগ করলেন তথাগত রায়।

আসলে একুশে বাংলায় ভরাডুবির পর রাজ্য বিজেপিতে অন্তর্কলহ চলছেই। থামার কোনও লক্ষণ নেই। বঙ্গ বিজেপির দুই প্রাক্তন সভাপতি তথাগত রায় এবং দিলীপ ঘোষের সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হল৷ যা গেরুয়া শিবিরের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷ রাজ্য নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করায় তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ কিন্তু বসে থাকার পাত্র নন তথাগত। পাল্টা দিলীপকে ” অর্ধশিক্ষিত” কটাক্ষ করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।

বাংলায় বিজেপির শোচনীয় অবস্থার জন্য দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন তথাগত। একের পর এক টুইট বানে জর্জরিত করেছেন তাঁদের। “রাস্তার মস্তান” থেকে “নারীমগ্ন”, সমস্ত বিশেষণই দিলীপ ঘোষদের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন তথাগত। আর তা সইতে না পেরে পাল্টা
দিলীপ ঘোষও বলেন, ”যাঁরা এতদিন দলের জন্য কিছুই করেনি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন৷ এটাই আমাদের দুর্ভাগ্য৷ আর কতদিন লজ্জা পাবেন, দল ছেড়ে দিন৷”

ব্যাস, দিলীপের এই মন্তব্যে ঘৃতাহুতি! ফের পাল্টা জবাবে তথাগত বলেন, “আমি যেটা বলব সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবে না৷ অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কী! দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথার আমি কোনও গুরুত্বই দিই না৷”

রাজ্য বিজেপির দুই নেতার এমন মন্তব্য কলটা মন্তব্য চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। এবার পরিস্থিতি সামলাতে হয়তো আসরে নামতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে।

আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর বাবাকে অপহরণ, লাগামহীন সন্ত্রাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

 

 

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...
Exit mobile version