Sunday, May 4, 2025

ভার্চুয়ালি বিজেপির কর্মসমিতির বৈঠকে যোগ দিলেন আদবানি-যোশী

Date:

মোদি-শাহ জুটির দাপটে কার্যত ব্রাত্য তালিকায় পড়ে যাওয়া লালকৃষ্ণ আদবানি(Lal Krishna Advani) এদিন যোগ দিলেন বিজেপির কর্মসমিতির বৈঠকে। যদিও প্রবীণ এই বিজেপি(BJP) নেতা সশরীরে এই বৈঠকে যোগ দিতে পারেননি, বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। বিজেপির অপর এক বর্ষীয়ান নেতা মুরলি মনোহর যোশীও(Murli Manohar Joshi) অনলাইনে যোগ দেন বৈঠকে।

আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচনে দেশজুড়ে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের এই পরিস্থিতিতে ব্যর্থতার কারণ খুঁজতে ও নয়া রণকৌশন তৈরি করতে রবিবার কর্মসমিতির বৈঠক ডাকে গেরুয়া শিবির। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। এছাড়াও কর্মসমিতির ১২৪ জন সদস্য বৈঠকে উপস্থিত হন। এই সদস্য তালিকায় নাম ছিল লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীর। যদিও ভার্চুয়ালি তারা যোগ দেন এই বৈঠকে।

আরও পড়ুন:বাইডেন-মর্কেলদের পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয় নেতার তকমা পেলেন নরেন্দ্র মোদি

উল্লেখ্য, নরেন্দ্র মোদির আমলে বিজেপিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা লালকৃষ্ণ আদবানি। তবে পুরোপুরি ব্রাত্য তালিকায় না রাখলেও কার্যত নিষ্ক্রিয় দলের মাগদর্শক মণ্ডলীতে। একরকম বাধ্য করা হয় সক্রিয় রাজনীতি থেকে তাঁকে বিদায় নিতে। এমনকি যে রাম মন্দির আন্দোলন আদবানির হাতে শুরু হয়েছিল সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তাঁকে ডাক হয়নি। একই হাল মুরলি মনোহর যোশীর। তবে কয়েকদিন আগে ঘোষিত কর্মসমিতিতে নাম ছিল দুই বর্ষীয়ান নেতার। এদিন তারা ভার্চুয়ালি যোগ দেন এই বৈঠকে।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version