Thursday, November 13, 2025

প্রধানমন্ত্রী হলে প্রথম যে কাজটি করবেন, আগাম জানিয়ে দিলেন রাহুল

Date:

আগামী লোকসভা নির্বাচন ২০২৪ সালে। যদিও অদূর ভবিষ্যতে রাহুল গান্ধীর(Rahul Gandhi) প্রধানমন্ত্রী(Prime Minister) হওয়ার সম্ভাবনা অন্তত তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা একেবারেই দেখতে পান না। তাতে কী? যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি কী করবেন সে পরিকল্পনা এখন থেকেই সেরে ফেলেছেন রাহুল। সম্প্রতি দিওয়ালি উপলক্ষে তামিলনাড়ুর এক স্কুলে ছাত্রদের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণে এসেছিলেন রাহুল গান্ধী। এখানকার একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে রাহুলকে প্রশ্ন করা হয়, দেশের প্রধানমন্ত্রী হলে প্রথম রাহুল গান্ধী কী কাজ করবেন?

নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের তরফে এই প্রশ্ন শুনে রাহুল গান্ধীর উত্তরে জানান, “দেশের প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম মহিলাদের জন্য সংরক্ষণের নির্দেশ দেব”। শুধু তাই নয়, নৈশভোজের অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ সন্তানদের প্রসঙ্গ উঠে এসেছে রাহুলের মুখে। নিজের সন্তানদের তিনি কী শিক্ষা দিতে চান? তা জানিয়ে রাহুল বলেন, “যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন আপনি নিজের সন্তানদের কী শিক্ষা দিতে চান? আমি বলব মানবিকতা। কারণ মানবিকতা মানুষকে পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝতে সাহায্য করে।”

আরও পড়ুন:উপনির্বাচনে চূড়ান্ত ভরাডুবি বিজেপির, আজ কর্মসমিতির বৈঠকে মোদি-শাহরা

যদিও অনুষ্ঠানে রাহুলের মহিলা সংরক্ষণের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ আসন্ন নির্বাচনে কংগ্রেস যে মহিলা ভোটের দিকে বাড়তি নজর দিয়েছে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মহিলা ভোটের দিকে বাড়তি নজর দিয়েছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও। মহিলাদের নানাবিধ সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, ‘লড়কি হু, লড় সকতি হু।’ এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version