Sunday, May 4, 2025

‘‘রামকৃষ্ণ সবচেয়ে বড় অশিক্ষিত, রবীন্দ্রনাথ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’’, দিলীপের মন্তব্যে তোলপাড়

Date:

উপনির্বাচনের পর থেকেই তথাগত-দিলীপ বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। আর নিজের দলের দুই সিনিয়র লিডারের একে-অপরের ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়িতে প্রবল অস্বস্তিতে রাজ্য বিজেপি। তথাগতর সঙ্গে সংঘাতের মধ্যেই এবার মারাত্মক বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তথাগত রায়কে পালটা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে বেনজির মন্তব্য করলেন দিলীপ। এবং এই দুই মনীষীর সঙ্গে নিজের তুলনা টানলেন। কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে দিলীপ ঘোষ বলে বসলেন, “রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত”, আর “রবীন্দ্রনাথ তো অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’’! যা নিয়ে তোলপাড় রাজ্য। সমসলোচনার ঝড় উঠেছে। পরম শ্রদ্ধেয় ও পূজনীয় রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এমন কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপির লোকেরাও গালমন্দ শুরু করেছেন দিলীপ ঘোষকে। বিদেশে থাকা প্রবাসী বাঙালিরাও ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের উপর।

সম্প্রতি দিলীপ ঘোষকে নিশানা করে টুইটে “অশিক্ষিত” বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। সেই মন্তব্যের পালটা দিতে গিয়েই দিলীপ ঘোষ রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করেন।

অশিক্ষিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” আবার রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, “রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র।”

দিলীপ ঘোষ তথাগত রায়কে কটাক্ষ করে বলেন, ”যাঁরা আমাকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত বলছেন তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ প্রথাগতভাবে খুব বেশি পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। তাঁদের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি। এটাই ভারতের সংস্কৃতি। যারা বুঝতে পারেন না, তাঁদের কিছু তো বলার নেই।”

প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ কোন সংস্কৃতির কথা বলছেন? দিলীপ ঘোষ কি বলতে চাইছেন, রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভাষায় কথা কথা বলতেন? দিলীপ ঘোষ যে কুরুচিকর ভাষায় কথা বলেন, সেটাই ভারতের সংস্কৃতি? দিলীপ ঘোষের এমন মন্তব্যের পর গেরুয়া শিবির যে বাংলা ও বাঙালির কাছে আরও নিচে নেমে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version