Thursday, August 28, 2025

“ভোট পরবর্তী হিংসা” মামলায় CBI ও SIT-কে নতুন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

উৎসব মিটতেই ফের রাজ্যে ‘‘ভোট পরবর্তী হিংসা’’ মামলায় শুনানি হয়। আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এবং রাজ্যের বিশেষ তদন্তকারী দল SIT এই মামলার তদন্ত করছে। আজ, সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি শেষে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

মামলায় তদন্ত নিয়ে একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছিল SIT-এর পক্ষ থেকে। আদালতের বক্তব্য, ওই রিপোর্ট এক মাস পুরনো। তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, তা জানতে চেয়ে নতুন রিপোর্ট চাইল হাইকোর্ট। অন্যদিকে, CBI এদিন আদালতকে জানিয়েছে, তদন্ত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে তারা।

এদিকে, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল আদালতকে জানান, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কিছু বাসিন্দা এখনও ঘরছাড়া। তাঁরা কাজেও যোগ দিতে পারেননি। প্রধান বিচারপতির নির্দেশ দেন, এখনও যাঁরা ঘরছাড়া রয়েছেন তাঁদের তালিকা তৈরি করে যেন দ্রুত রাজ্যের হাতে তুলে দেওয়া হয়।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version