Wednesday, August 27, 2025

ফের নাম বদলের রাজনীতি উত্তরপ্রদেশে (Uttar pradesh) । মুঘলসরাই , এলাহাবাদের পর এবার ইতিহাস প্রসিদ্ধ ফৈজাবাদ স্টেশনের নাম বদলে গেল । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ফৈজাবাদ স্টেশনের নাম বদলে করা হল অযোধ্যা ক্যান্টনমেন্ট । এদিকে দেড়শো বছরের পুরনো স্টেশনের নাম রাতারাতি বদলে দেওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা । বিরক্ত রাজ্যের ইতিহাসবিদরাও।

পাশাপাশি আপত্তি উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকেও । কারণ এই স্টেশনটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই আরও একটা স্টেশন রয়েছে । যার নাম অযোধ্যা । সেটাও বেশ বড় স্টেশন  হিসেবেই গণ্য করা হয়। প্রশ্ন উঠেছে, তা হলে এত অল্প দুরত্বের মধ্যে একই নামে দুটি স্টেশন রাখার কোনো অর্থ হয় কি ? কারণ এতে সুবিধার থেকে অসুবিধে বেশি। সাধারণ মানুষের মনে নাম নিয়ে যারপরনাই বিভ্রান্তি ছড়াবে।

 

এই নাম বদল নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সমালোচনা শুরু করেছে। বিরোধীরা বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী আর কিছু পারুক না পারুক , রাজ্যের কোনও উন্নয়ন হোক না হোক নাম বদল ঠিক হয়ে চলেছে। অহিন্দু নামের প্রতি বিষোদগার করতে করতে মুখ্যমন্ত্রী রাজ্যের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যই বদলে দিচ্ছেন। এমনটাই দাবি বিরোধীদের।

আর কয়েক মাস পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। উন্নয়ন দিয়ে , কাজ দেখিয়ে ভোট চাওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী যোগীর নেই । তাই মেরুকরণের পালে হাওয়া দিতেই এই কাজ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। এমনটাই দাবি বিরোধীদের ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version