Monday, May 5, 2025

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা-বৈষম্য: বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Date:

বিধানসভায় নবনির্বাচিত 4 বিধায়কের শপথগ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী (CHIEF MINISTER) মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা বৈষম্য- বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। মোদি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “না দেয় টিকা, না দেয় টাকা”।

মুখ্যমন্ত্রী বলেন, পেট্রল-‌ডিজেলের দাম আকাশছোঁয়া। তিনি অভিযোগ করেন, প্রচুর টাকা বাড়িয়ে এখন à§«-‌১০ টাকা কমাচ্ছে। “একপুকুর জল থেকে এক ঘটি জল তুলে নিচ্ছে। উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে তাই দাম কমিয়েছে। কোনই লাভ হচ্ছে না। নির্বাচন মিটলে ফের দাম বাড়িয়ে দেবে।” ডিজেলের দাম বাড়ানোর কার জন্য খাদ্য সামগ্রীর দাম বাড়ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। চাষের কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে হাহাকার। এই পরিস্থিতিতে সামান্য দাম কমিয়ে কেন্দ্র রাজ্যগুলির উপর দায় চাপাতে চাইছে বলে তীব্র আক্রমণ করেন মমতা।

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) অভিযোগ করেন, বিজেপি(BJP) শাসিত রাজ্যকে বেশি টিকা দেওয়া হচ্ছে। বাংলা সঙ্গী বৈমাত্রিয় সুলভ আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও বাংলাই টিকাকরণে প্রথম। একটি ডোজও নষ্ট হতে দেওয়া হয়নি।”

 

Related articles

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...
Exit mobile version