Thursday, November 13, 2025

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি , ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে চড়া সুরে বিরোধিতা

Date:

কেন্দ্রের কৃষি আইনের (Farmers law) বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকরা । আগামী ২৬ নভেম্বর সেই আন্দোলনেরই এক বছর পূর্ণ (celebrating one year of farmers agitation)হতে চলেছে। আর তার প্রাক্কালে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আন্দোলন আরো জোরদার হবে। যতক্ষণ না কেন্দ্র তিনটি আইন প্রত্যাহার করছে ততদিন আন্দোলন চলবে ।

এদিকে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of Parliament) । আর এদিনই কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষি আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংসদ ভবনের (Parliament) সামনে বিক্ষোভ কর্মসূচি রাখছে কৃষক সংগঠনগুলি। যতদিন ধরে অধিকবেশন চলবে, ততদিন কৃষকরা ট্রাক্টর নিয়ে সংসদ ভবনের বাইরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাবে। ফলে কৃষি আন্দোলনের জেরে সংসদের অধিবেশন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

কেন্দ্রের তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির তিন সীমান্তে আন্দোলন শুরু করেছিল পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা।

মঙ্গলবার সংযুক্ত কিসান মোর্চা জানিয়েছে২৬ নভেম্বর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে। দিল্লির সীমান্তে বিপুল সংখ্যক কৃষক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ২৮ নভেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে একটি মিছিলের আয়োজন করা হবে এবং ২৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হবে। সংসদ ভবনের সামনে লাগাতার বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version