Monday, November 10, 2025

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি , ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে চড়া সুরে বিরোধিতা

Date:

কেন্দ্রের কৃষি আইনের (Farmers law) বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকরা । আগামী ২৬ নভেম্বর সেই আন্দোলনেরই এক বছর পূর্ণ (celebrating one year of farmers agitation)হতে চলেছে। আর তার প্রাক্কালে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আন্দোলন আরো জোরদার হবে। যতক্ষণ না কেন্দ্র তিনটি আইন প্রত্যাহার করছে ততদিন আন্দোলন চলবে ।

এদিকে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of Parliament) । আর এদিনই কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষি আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংসদ ভবনের (Parliament) সামনে বিক্ষোভ কর্মসূচি রাখছে কৃষক সংগঠনগুলি। যতদিন ধরে অধিকবেশন চলবে, ততদিন কৃষকরা ট্রাক্টর নিয়ে সংসদ ভবনের বাইরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাবে। ফলে কৃষি আন্দোলনের জেরে সংসদের অধিবেশন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

কেন্দ্রের তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির তিন সীমান্তে আন্দোলন শুরু করেছিল পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা।

মঙ্গলবার সংযুক্ত কিসান মোর্চা জানিয়েছে২৬ নভেম্বর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে। দিল্লির সীমান্তে বিপুল সংখ্যক কৃষক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ২৮ নভেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে একটি মিছিলের আয়োজন করা হবে এবং ২৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হবে। সংসদ ভবনের সামনে লাগাতার বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version