Monday, August 25, 2025

‘অর্থ ও নারীতেই শেষ বিজেপি’! তথাগত রায়ের মন্তব্যে দায়ের FIR

Date:

বিধানসভা ভোটের পর থেকেই একের পর এক ট্যুইটে বিজেপির দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। সরাসরি নিশানা করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে। করেছেন একের পর এক বিস্ফোরক ট্যুইট। বলায় যায়, টুইটারে বাংলার রাজ্যপালকে ছাড়িয়ে গিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। এবার তথাগত রায়ের একটি বিতর্কিত ট্যুইটকে হাতিয়ার করেই তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর!

গত সোমবার একটি বিস্ফোরক ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে তিনি লেখেন ,“৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা – এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে। তথাগত রায়ের এই টুইটকেই সামনে এনে সায়ন বন্দ্যোপাধ্যায় নামে কলকাতা হাই কোর্টের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, টিভি ও সামাজিক মাধ্যমে তথাগত বলেছেন, এই বিধানসভা নির্বাচনে নারী ও অর্থের আদানপ্রদান হয়েছে। তাঁর কাছে সেই তথ্যও রয়েছে। এটি একটি গুরুতর বিষয়। তা নিয়েই থানায় অভিযোগ করেছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।

উল্লেখ্য, এর আগে রবিবারও টুইটারে তোপ দাগেন তথাগত রায়। এরপরই তথাগত’র বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলে বসেন, ‘ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।’ যার পাল্টায় তথাগত রায় বলেন, ‘দল ছাড়তে পারলে অনেক গুপ্ত কথাই ফাঁস করে দিতাম। কিন্তু দল ছাড়ব না।’

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version