Saturday, August 23, 2025

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম পাণ্ডে, শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার স্বামী

Date:

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল পুনম পাণ্ডেকে (Poonam Pandey)। অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্বামী শ্যাম বম্বেকে।
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শ্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেত্রী পুনম পাণ্ডের মুখে, চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।

অভিনেত্রীর পরিচিতদের সূত্রে জানা গিয়েছে , হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামী শ্যাম বম্বের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। তিনি অভিযোগ পত্রে লেখেন, এদিন তাঁর স্বামী তাঁকে মারাত্মকভাবে মারধর করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই শ্যাম বম্বেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আগেও তুলেছিলেন পুনম। এর আগে গত বছর বিয়ের ক’দিনের মাথাতেই গোয়ায় বেড়াতে গিয়ে স্যামের হাতে নির্যাতনের শিকার হন পুনম।
গত সেপ্টেম্বরে বিয়ে করার আগে দুজন অন্তত দুই বছর একসঙ্গে ছিলেন। তখনও ইনস্টাগ্রামে মোটামুটি ভালোই সংসার দেখা যাচ্ছিল দুজনের। তবে এবার স্যামের ঘাড়ে ভারতীয় দণ্ডবিধির তিনটি বড় ধারা ঝুলছে। সহজে আর নিস্তার পাবেন বলে মনে করছেন না কেউ।
পুনম বিয়ের পরেই জানিয়েছিলেন, তাঁর বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল। কারণ, সামের সঙ্গে তাঁর সম্পর্কতা সবসময়েই অস্বাস্থ্যকর (abusive)। তিনি জানিয়েছিলেন সাম তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করেন। তাঁকে মারধর পর্যন্ত করা হয় নিয়মিত।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েন পুনম পান্ডে (Poonam Pandey)  এবং সাম বম্বে (Sam Bombay)। তার আগে ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। লিভ-ইন করতেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version