Wednesday, August 27, 2025

বিয়ে করলেন মালালা ইউসুফজাই ( Nobel Laureate lady Malala Yousafzai) । পাত্র অসর মালিক। অসর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা। শান্তিতে নোবেলজয়ী এই পাক কন্যার বিয়ের আসর (Newly married) বসেছিল বার্মিংহামে। একেবারেই ছোট ঘরোয়া একটি অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল।

মঙ্গলবার নোবেলজয়ী মালালা নিজেই অসরের সঙ্গে তাঁর বিয়ের খবর টুইট করে জানিয়েছেন । বিয়ের ছবি পোস্ট করে মালালা লিখেছেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম। বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই। বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।’

বিয়ের পর নববধূ স্বামী এবং বাবা-মায়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে লিখেছেন, ‘আপনারা আশীর্বাদ করুন। আগামীর সফরে একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা উত্তেজিত।’

মালালা ইউসুফজাই পাকিস্তানি মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করেছেন। পুরুষদের মতো মেয়েদেরও শিক্ষার প্রয়োজন। এই দাবি তুলেছেন। আর এর জন্য মালালাকে তালিবানের গুলিও খেতে হয়েছে । ২০১২ সালে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। কিন্তু তারপরেও কোনওভাবেই ভয়ে ভীত হয়ে দমে যাননি মালালা। নিজের মতো করে নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। আর মালালার এই সাহসিকতার জন্য সারা বিশ্ব কুর্নিশ করেছে মালালাকে। আন্তর্জাতিক মহল এই কিশোরীর কর্মদক্ষতার জন্য বাহবা দিয়েছে। মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক মঞ্চে নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছিলেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version