Tuesday, November 11, 2025

পুরভোটে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতা! শরিকরা চটে লাল সিপিএমের উপর

Date:

সিপিএম আছে সিপিএমেই। শূন্যয় এসে ঠেকার পরেও ভাবনার কুপমণ্ডুকতা গেল না। পুরভোটে সিপিএম একা লড়বে, না কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতায় থাকবে, সে নিয়ে সিদ্ধান্তই নিতে পারল না। শুধু তাই নয়, হেলেই থাকল কংগ্রেসের দিকে। এমনকি আইএসএফের সঙ্গে সম্পর্ক কী হবে, সেটাও অনুচ্চারিত রইল। মঙ্গলবার দলের রাজ্য কমিটির বৈঠকের পর সিপিএম ফিরে গেল সেই পুরনো অবস্থানে। দলের বক্তব্য, বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে বিরোধী সব শক্তিকে একজোট করে।

অথচ বিধানসভায় ভরাডুবির পর রাজ্য সিপিএম ঘটা করে সাংবাদিক সম্মেলন করে বলেছিল, বিজেপি-তৃণমূল সমান শত্রু বলা ঠিক হয়নি। দুটি দলকে একাসনে বসানো উচিত হয়নি। প্রথম শত্রু অবশ্যই বিজেপি। মানুষ দলের এই অবস্থান মেনে নেয়নি। তাই বিজেপি-বিরোধী সব ভোট সংহত হয়েছে তৃণমূল কংগ্রেসের বাক্সে।

অথচ পুরভোট আসতেই সেই পুরনো অবস্থানে ফিরে যাওয়া। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট না হোক সমঝোতার পথ খুলে রাখা। আর তাতে বামফ্রন্টেই সমালোচনা হচ্ছে প্রকাশ্যে। ফরোয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, বামফ্রন্টে আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে বামফ্রন্ট কোনও জোটে যাবে না। তারপর এসব কথার কোনও অর্থ হয় না। আরএসপি প্রকাশ্যে এ কথা না বললেও বৈঠকের পর সুজন চক্রবর্তীর বক্তব্যে ব্যাপক চটেছে দল। তাদের বক্তব্য, জোটের জের বামফ্রন্ট দেখেছে। জোট ছাড়া উপনির্বাচন ইঙ্গিত দিয়েছে মানুষের ভাবনার গতি-প্রকৃতির। এরপরেও যদি বাম নেতাদের শিক্ষা না হয়, তাহলে বামফ্রন্ট তুলে দিয়ে যে যার মতো লড়াই করুক। এর চাইতে আর তো কিছু খারাপ হতে পারে না!

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version