Sunday, August 24, 2025

ফের আত্মহত্যা কৃষকের।এবার সিঙ্ঘু সীমান্ত থেকে উদ্ধার হল এক কৃষকের ঝুলন্ত দেহ৷বুধবার সকালে এই ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিঙ্ঘু সীমান্ত।
কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এই সীমান্ত এলাকায় প্রায় এক বছর ধরে প্রতিবাদে সামিল দেশের কয়েক হাজার কৃষক৷পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গুরপ্রীত সিং৷ পাঞ্জাবের ফতেহগড় সাহিবের বাসিন্দা ওই কৃষকও কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন৷পুলিশ অবশ্য এই মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছে৷
প্রতিবাদী কৃষকরা গুরপ্রীতের আত্মহত্যার জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন৷ তাঁরা জানিয়েছেন, গত সোমবার গ্রাম থেকে ফিরে আবার সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভে যোগ দিয়েছিলেন গুরপ্রীত৷ তবে এবার তাকে বেশ হতাশ দেখাচ্ছিল৷ দীর্ঘ আন্দোলনের পরেও কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করায় তিনি হতাশায় ভুগছিলেন৷
গত বছর নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে মারা গিয়েছেন বহু কৃষক৷ তবুও কৃষকরা আন্দোলন থামাননি৷ কৃষকদের দাবি, তিনটি আইন তাঁদের স্বার্থ বিরোধী৷এতে কৃষি বাজার পুরোপুরি কর্পোরেটদের নিয়ন্ত্রণে চলে যাবে৷
যদিও সরকারের যুক্তি, কৃষকদের স্বার্থে এই আইন আনা হয়েছে৷ আন্দোলনের পথ থেকে তাঁদের সরিয়ে আনতে সরকার ১১ বার বৈঠক করে৷ কিন্তু কৃষকরা তাদের দাবিতে অনড় থাকে৷
কিছুদিন আগে সিঙ্ঘু সীমান্তে ব্যারিকেডের সঙ্গে হাত-পা বাধা অবস্থায় এক দলিত যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল৷পরে জানা যায়, দৈবের অবমাননা করায় তাঁকে শাস্তি দিয়েছিল নিজেদের শিখ যোদ্ধা বলে দাবি করা নিহাঙ্গ সম্প্রদায়৷ পরে খুনের কথা স্বীকার করে পুলিশে আত্মসমর্পণ করে এক নিহাঙ্গ৷

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version