Thursday, August 21, 2025

বীরভূমের (Birbhum) মানুষ সমস্ত প্রয়োজনে তাঁকে পাশে পেয়েছেন। তিনি শুধু প্রিয় নেত্রীই নন, অভিনেত্রীও। দক্ষ হাতে সামলাচ্ছেন রাজনীতি। তিনি শতাব্দী রায় (Shatabdi Roy)। এবার দীর্ঘ ১০ বছর পর ফের অভিনয় জগতে ফিরে এলেন তিনি। বাংলা নয়, বলিউডের (Bollywood) হাত ধরে। এটি তাঁর দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে ১৯৯১ সালে জ্যোতি স্বরূপ পরিচালিত ‘নয়া জহর’ (Naya Jahar) ছবিতে অভিনয় করেন তিনি। সিনে জগতে কামব্যাকের খবর সোশ্যাল মিডিয়ায় স্বয়ং শেয়ার করেছেন শতাব্দী।

দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের (Debaditya Banerjee) পরিচালনায় হিন্দি ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’-এ (The Jangipur Trial) আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির শুটিং চলছে জঙ্গিপুরে। ছবির প্রেক্ষাপট পুরনো আদালত চালু করা। এই ছবিতে অভিনয় করেছে এক নবাগতা শিশুশিল্পী। তাকে ছবির আকর্ষণ বলা যেতে পারে। অভিনেত্রীর ছোট্ট কন্যা সামিয়ানা (Samiyana Roy)। মায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এক মন্ত্রীর কন্যার চরিত্রে অভিনয় করছে সামিয়ানা।

আরও পড়ুন: পুরভোটে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতা! শরিকরা চটে লাল সিপিএমের উপর

অভিনেত্রী, সাংসদ শতাব্দী রায় ছবির শুটিংয়ে এই মুহূর্তে রয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জে (Jiaganj)।  মঙ্গলবার থেকে জিয়াগঞ্জের  বাড়ি কুঠি  রাজবাড়িতে শুটিং শুরু হয়েছে। এই ছবিতে অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি। তাঁরাও রয়েছেন জঙ্গিপুরে। ১৫ দিন ধরে চলবে শুটিং। বিশাল রাজবাড়ি জুড়ে তৈরি হয়েছে শুটিং ফ্লোর।  রাজনীতি, ব্যস্ততা, এবার দীর্ঘ সময় পেরিয়ে ফের ফ্লোরে। বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে।

কেমন অনুভূতি? শতাব্দী বলেন, ‘‘ফ্লোর আমার অক্সিজেন। এতদিন পরে ফিরে খুব ভাল লাগছে।’’ পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গিপুর ট্রায়াল’ একটি সত্যি ঘটনা অবলম্বনে ছবি। দু’ঘণ্টা কুড়ি মিনিটের হিন্দি ছবিতে কোনও গান না থাকলেও সাসপেন্সে ভরা।  ডিসেম্বরেই শেষ হবে শুটিং।’’

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version