Wednesday, November 12, 2025

ত্রিপুরা পুরভোট মামলা: রাজ্য সরকারকে নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

“প্রচারে অধিকার আছে সব রাজনৈতিক দলের, নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।” ত্রিপুরায়(Tripura) নির্বাচন নিয়ে তৃণমূলের(TMC) মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত(Supreme court)।

আর কয়েকদিন পরেই ত্রিপুরায় পুরসভা নির্বাচন। তবে নির্বাচনী প্রচারে প্রতি পদক্ষেপে বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল প্রার্থীরা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ব্যাপক মারধর করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের। কোথাও আবার প্রার্থীর পরিবারের সদস্যদের অপহরণের ঘটনা ঘটেছে। এহেন পরিস্থিতিতে ত্রিপুরায় নির্বাচনে নির্বিঘ্নে প্রচারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল। এই মামলার শুনানিতে এদিকে চন্দ্রচূড় জানিয়ে দিলেন, “রাজ্য সরকার নিশ্চিত করুক যে কোনও রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচারে যেন কোনওরকম বাধা না দেওয়া হয়।” পাশাপাশি ত্রিপুরার রাজ্য প্রশাসন ও পুলিশকে রাজ্যে নিরপেক্ষ এবং স্বতন্ত্র নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:স্কুল খুলছে, পড়ুয়াদের জন্য ১৫ নভেম্বর থেকেই পরিষেবা বাড়াচ্ছে মেট্রোরেল 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে আরও জানানো হয়েছে, “সুপ্রিম কোর্ট জানালো যে যে এলাকায় নির্বাচন হবে সেখানে শান্তি বজায় রাখতে হবে। জেলার পুলিশ সুপাররা পুরনির্বাচনে প্রার্থীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে সুরক্ষার বন্দোবস্ত করবেন। আমরা আশা করছি, রাজ্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।” এছাড়াও আদালত জানায়, “পুরো বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দিতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ২ সপ্তাহ পর।

 

Related articles

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...
Exit mobile version