Monday, November 10, 2025

ত্রিপুরা পুরভোট মামলা: রাজ্য সরকারকে নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

“প্রচারে অধিকার আছে সব রাজনৈতিক দলের, নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।” ত্রিপুরায়(Tripura) নির্বাচন নিয়ে তৃণমূলের(TMC) মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলো দেশের শীর্ষ আদালত(Supreme court)।

আর কয়েকদিন পরেই ত্রিপুরায় পুরসভা নির্বাচন। তবে নির্বাচনী প্রচারে প্রতি পদক্ষেপে বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল প্রার্থীরা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ব্যাপক মারধর করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের। কোথাও আবার প্রার্থীর পরিবারের সদস্যদের অপহরণের ঘটনা ঘটেছে। এহেন পরিস্থিতিতে ত্রিপুরায় নির্বাচনে নির্বিঘ্নে প্রচারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তৃণমূল। এই মামলার শুনানিতে এদিকে চন্দ্রচূড় জানিয়ে দিলেন, “রাজ্য সরকার নিশ্চিত করুক যে কোনও রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচারে যেন কোনওরকম বাধা না দেওয়া হয়।” পাশাপাশি ত্রিপুরার রাজ্য প্রশাসন ও পুলিশকে রাজ্যে নিরপেক্ষ এবং স্বতন্ত্র নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:স্কুল খুলছে, পড়ুয়াদের জন্য ১৫ নভেম্বর থেকেই পরিষেবা বাড়াচ্ছে মেট্রোরেল 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে আরও জানানো হয়েছে, “সুপ্রিম কোর্ট জানালো যে যে এলাকায় নির্বাচন হবে সেখানে শান্তি বজায় রাখতে হবে। জেলার পুলিশ সুপাররা পুরনির্বাচনে প্রার্থীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে সুরক্ষার বন্দোবস্ত করবেন। আমরা আশা করছি, রাজ্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।” এছাড়াও আদালত জানায়, “পুরো বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা দিতে হবে।” এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ২ সপ্তাহ পর।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version