ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৭৬৭ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

একলাফে অনেকটাই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

🔹সেনসেক্স ৬০,৬৮৬.৬৯ (⬆️ ১.২৮%)

🔹নিফটি ১৮,১০২.৭৫ (⬆️ ১.২৮%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার এক ধাক্কায় ৭৬৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২২৯ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৭৬৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৬৭.০০ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৬৮৬.৬৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২২৯.১৫ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,১০২.৭৫।

 

Previous articleMaoist Arrest: গ্রেফতার লালগড় আন্দোলনের শীর্ষ মাওবাদী নেতা কিষাণদা
Next articleWBJEE 2022 Exam:আগামী বছরের জয়েন্ট এন্ট্রাসের সময়সূচি প্রকাশ, কবে থেকে পরীক্ষা?