জন্মদিনেও রেহাই নেই। নিজের ২৪ তম জন্মদিনের দিনেও মাদক মামলায় এনসিবি-র অফিসে হাজিরা দিতে হল আরিয়ানকে। মাদক মামলায় জামিন পেলেও নিয়ম করে প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে গিয়ে হাজিরা দিতে হয় শাহরুখপুত্রকে। জন্মদিনেও হলুদ টি শার্ট ও কালো জ্যাকেট পরে এনসিবি দফতরে হাজিরা দিলেন আরিয়ান। এদিনও রেকর্ড করা হয় তাঁর বয়ান।

১২ নভেম্বর। শাহরুখপুত্রের জন্মদিন। এদিন ২৪ বছরে পা দিলেন আরিয়ান খান। গত ২ অক্টোবর মুম্বইয়ের ক্রুজ পার্টিতে হামলা দিয়ে মাদক মামলায় আরিয়ান খানকে আটক করে এনসিবি। এরপরেই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার। প্রায় একমাস আর্থার রোড জেলে বন্দি থাকার পর জামিন পান আরিয়ান। নিয়ম করে প্রতি শুক্রবার আরিয়ানকে হাজিরা দিতে হয় এনসিবি দফতরে। কিন্তু এবার শুক্রবার তাঁর জন্মদিন পড়ছে। অবশেষে জন্মদিনের দিনও তাঁকে হাজিরা দিতে হল এনসিবি দফতরে। হলুদ টি শার্ট ও কালো জ্যাকেট পরে এদিন এনসিবি দফতরে আসেন আরিয়ান। এদিনও তাঁর বয়ান রেকর্ড করেন এনসিবি অফিসাররা।

আরও পড়ুন- শুভেন্দুকে “চোর” বলা বিজেপি নেতা সুরিজিৎ কি তৃণমূলের পথে?
