Monday, August 25, 2025

Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

Date:

এবার পদ্মশ্রী (Padma Shri) সম্মানিত কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হল টিটাগড় থানায় (Titagarh Police Station)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এক সাক্ষাৎকারে ভারতের (India) স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর কথায়, “স্বাধীনতা যদি ভিক্ষে করে পাওয়া যায় তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে? যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষে। প্রকৃত স্বাধীনতা পাওয়া গিয়েছে ২০১৪-তে।” তার এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

আরও পড়ুন: Tathagata Roy-Dilip Ghosh ফের তথাগত : বিজেপির আত্মহত্যার খবর প্রকাশ্যে আসছে, দিলীপ : প্রমাণ দিন

আইনজীবীর দাবি, অভিনেত্রী দেশের সংবিধানকে অবমাননা করেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। তাই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁর কথায়, “ভারতবর্ষের একজন নাগরিক হয়ে কঙ্গনার টিভি চ্যানেলের এই সাক্ষাৎকার মেনে নেওয়া যায় না। এটা দেশের মানুষের অপমান। এই জন্য ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫এ, ৫০৪ এবং ৫০৫ -এইসব ধারায় তাঁর বিরুদ্ধে টিটাগড় থানার মামলা করেছি।”

কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করে গতকাল মহারাষ্ট্রের মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা নবাব মালিক তাঁর থেকে পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award) ফিরিয়ে নিয়ে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কঙ্গনার কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন কংগ্রেস (Congress) নেতা আনন্দ শর্মাও (Anand Sharma)।

আরও পড়ুন: Ajay Kumar Bhalla: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ভুল রিপোর্ট! ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক কর্তারা

কঙ্গনা ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি (BJP) নেতা বরুণ গান্ধী (Barun Gandhi) টুইটারে লেখেন, ‘কখনও মহাত্মা গান্ধীর ত্যাগ ও তপস্যার অপমান, কখনও তাঁর হত্যাকারীর প্রতি শ্রদ্ধা, আর এখন মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে রানি লক্ষ্মীবাই, ভগৎ সিংহ, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে চূড়ান্ত অবজ্ঞা। এই চিন্তাভাবনাকে পাগলামি, না দেশদ্রোহ বলা যায়?’

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version