Monday, November 10, 2025

৪ ঘণ্টায় ২৩ কোটি টাকা! মোদিকে স্বাগত জানাতে খরচে মুক্তহস্ত মধ্যপ্রদেশ

Date:

জনজাতি নেতা বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী এবার বেশ আড়ম্বরের সঙ্গে পালন করছে কেন্দ্রীয় সরকার(Central government)। এবছর বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে দেশে। ১৫ নভেম্বর বিশেষ এই দিনে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) উপস্থিত হবেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভোপালে নরেন্দ্র মোদির ৪ ঘণ্টার এই সফরে ২৩ কোটি টাকারও বেশি অর্থ খরচ করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সম্প্রতি প্রকাশ্যে এলো এমনই তথ্য।

জানা গিয়েছে, জনজাতি যোদ্ধাদের সম্মান জানাতে ভোপালে এক অনুষ্ঠানের আয়োজন করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জামবুরি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে ১ ঘন্টা ১৫ মিনিটের জন্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দু লক্ষ জনজাতি মানুষকে নিয়ে আসা হবে। আর এই পুরো অনুষ্ঠান বাবদ খরচ করা হচ্ছে ২৩ কোটিরও বেশি টাকা। সরকারি হিসেব অনুযায়ী, জনজাতিভুক্তদের এই অনুষ্ঠানে আনতেই সরকার খরচ করছে ১৩ কোটি টাকা। এরপর পিপিপি মডেলে তৈরি দেশের প্রথম অত্যাধুনিক মানের হাবিবগঞ্জ স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাঁকজমক করে মঞ্চ সাজানোর পাশাপাশি সেখানে জনজাতির মানুষদের যাতায়াত, থাকা, খাওয়ার পিছনেও ১২ কোটি টাকার বেশি খরচ করবে মধ্যপ্রদেশ সরকার।

আরও পড়ুন:Luizinho Faleiro: রাজ্যসভায় অর্পিতার আসনে মনোনীত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো

জানা গিয়েছে, মধ্য প্রদেশ রাজ্যের ৫২ টি জেলা থেকে এই জামবুরি ময়দানে আনা হবে জনজাতি সম্প্রদায়ের মানুষদের। তাদের জন্য সাজানো হচ্ছে তাঁবু। প্রায় তিনশোর বেশি শ্রমিক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এই ময়দান সাজানো। সবমিলিয়ে মোদির অনুষ্ঠানে যাতে জনসমাগমে কোনরকম খামতি না থাকে সেদিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version