Tuesday, November 18, 2025

Haldia: হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে রেকর্ড জয় তৃণমূলের, ধুয়েমুছে সাফ বিজেপি

Date:

‘নিজ ভূমে পরবাসী’। যে হলদিয়াকে তিনি বলতেন আমার কর্মভূমি, সেই হলদিয়াই তাঁকে ত্যাজ্য করল। হলদিয়া বন্দরের নির্বাচনে হারতে হল শুভেন্দু অধিকারীকে। তাও আবার ১৮-১ ব্যবধানে। ধুয়ে মুছে সাফ বিজেপি।

যদিও বিজেপির নামে সরাসরি প্রতিদ্বন্দিতা করেনি কেউ। কিন্তু নন্দীগ্রামে স্লোগান ওঠা বাংলার মির্জাফরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পিছনের দরজা দিয়ে আইএনটিটিইউসির নাম করে প্রার্থী দিলেও কেউই জিততে পারেনি। বরং ১৯ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পেয়েছ ১৮টি এবং বামেরা পেয়েছে ১টি আসন। বিজেপি শূন্য। অর্থাৎ শুভেন্দুর ভাঁড়ারও শূন্য।

কিন্তু এই নির্বাচনে জেতার লক্ষ্যে মিথ্যাচারের আশ্রয় নিতে সামান্য কুণ্ঠাবোধ করেননি বাংলার মানুষের কাছে ঘৃণ্য ওই বিজেপি নেতা। অন্য নামে তাঁর প্যানেলের প্রার্থীদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পরিচয় দিয়ে জেতাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। এই মিথ্যাচারের রাজনীতির খবর পাওয়া মাত্রই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাল ধরেন। তিনি হলদিয়ায় গিয়ে প্রচার করেন দলের প্যানেলের প্রার্থী কারা। মাটি আঁকড়ে পড়ে থেকে এই জয় ছিনিয়ে এনেছেন ঋতব্রত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রচার করত গোটা পূর্ব মেদিনীপুরই নাকি তাঁদের।

হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে আইএনটিটিইউসি সমর্থিত দেবু মাইতির প্যানেল ১৮ টির মধ্যে ১৮ টি আসনেই জয়লাভ করেছে। টান টান উত্তেজনার মধ্যে ইনস্টিটিউটের নির্বাচনের ভোটগ্রহণ হয়। তাতে মোট ৯৫৩ জনের মধ্যে ৮৯১ জন ভোট দেন। ভোট পড়ে ৯৩.৪৯ শতাংশ। বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে গণনা শুরু হয় কড়া পুলিশি পাহারার মধ্যে।

আরও পড়ুন- Kunal Ghosh Art Exhibition: গুরু অভিজিতের ছবি প্রদর্শনের উদ্বোধনে শিষ্য কুণাল

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version