Sunday, November 16, 2025

অর্ডিন্যান্স জারি করে সিবিআই ও ইডির শীর্ষ কর্তাদের মেয়াদ বাড়াল কেন্দ্র

Date:

দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) ও ইডির(ED) শীর্ষ কর্তাদের কার্যকালের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। এদিন অর্ডিন্যান্স জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। নিয়ম অনুযায়ী এতদিন সিবিআইয়ের কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল দু’বছর। এবার তা আরও বেড়ে সর্বাধিক পাঁচ বছর করা হয়েছে। কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দু বছর শেষ হওয়ার পর কোনও অধিকর্তার মেয়াদ এক বছর করে বাড়ানো হবে।

কেন্দ্রের এহেন সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে অনুমান করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মামলার তদন্ত সময় সাপেক্ষ হয়। যদি ডিরেক্টর বদল হয় তাহলে তদন্তে বিঘ্ন ঘটে। নতুন ডিরেক্টরের অধীনে পুরনো টিমটাই বদলে যায়। এই সমস্যা সামাল দিতেই ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Delhi Air Pollution সামান্য কমলেও এখনো রয়েছে ‘অতি খারাপ ‘ পর্যায়ে

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের সিবিআই ও ইডি দুই সংস্থার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ বারবার তুলেছে বিরোধী শিবির। এমন সময়ে এই দুই সংস্থার শীর্ষ কর্তাদের মেয়াদবৃদ্ধি রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ বলেন, একেবারে অন্যায়। এসব কেন্দ্রের চাল। রাজনৈতিকভাবে ওরা পাচ্ছে না। তাই সিবিআই ও ইডিকে ব্যবহার করছে। বর্তমান সিবিআই ও ইডি ডিরেক্টর বর্তমান একেবারেই কেন্দ্রের অনুগত। তাই ২০২৪ সালে পর্যন্ত ওরা যতদিন থাকবে ততদিন ওদের ব্যবহার করা হবে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version