Sunday, November 9, 2025

অর্ডিন্যান্স জারি করে সিবিআই ও ইডির শীর্ষ কর্তাদের মেয়াদ বাড়াল কেন্দ্র

Date:

দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI) ও ইডির(ED) শীর্ষ কর্তাদের কার্যকালের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। এদিন অর্ডিন্যান্স জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। নিয়ম অনুযায়ী এতদিন সিবিআইয়ের কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল দু’বছর। এবার তা আরও বেড়ে সর্বাধিক পাঁচ বছর করা হয়েছে। কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দু বছর শেষ হওয়ার পর কোনও অধিকর্তার মেয়াদ এক বছর করে বাড়ানো হবে।

কেন্দ্রের এহেন সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে অনুমান করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মামলার তদন্ত সময় সাপেক্ষ হয়। যদি ডিরেক্টর বদল হয় তাহলে তদন্তে বিঘ্ন ঘটে। নতুন ডিরেক্টরের অধীনে পুরনো টিমটাই বদলে যায়। এই সমস্যা সামাল দিতেই ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Delhi Air Pollution সামান্য কমলেও এখনো রয়েছে ‘অতি খারাপ ‘ পর্যায়ে

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের সিবিআই ও ইডি দুই সংস্থার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ বারবার তুলেছে বিরোধী শিবির। এমন সময়ে এই দুই সংস্থার শীর্ষ কর্তাদের মেয়াদবৃদ্ধি রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ বলেন, একেবারে অন্যায়। এসব কেন্দ্রের চাল। রাজনৈতিকভাবে ওরা পাচ্ছে না। তাই সিবিআই ও ইডিকে ব্যবহার করছে। বর্তমান সিবিআই ও ইডি ডিরেক্টর বর্তমান একেবারেই কেন্দ্রের অনুগত। তাই ২০২৪ সালে পর্যন্ত ওরা যতদিন থাকবে ততদিন ওদের ব্যবহার করা হবে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version