Monday, May 5, 2025

Duare Ration : ”এই মডেল একদিন নোবেল পাবে”, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধনে মন্তব্য মমতার

Date:

বাংলায় চালু হল ‘দুয়ারে রেশন’। মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ‘দেশের উন্নয়নে বাংলাই মডেল। বাংলার প্রকল্প নকল করছে অন্য রাজ্য’। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার মানবিক সরকার। দুয়ারে রেশন আমাদের গর্ব। এই মডেল একদিন নোবেল প্রাইজ পাবে”।

বিধানসভা ভোটে তৃণমূলের ইস্তাহারে ‘দুয়ারে রেশন’ (Duware Ration) প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় ফিরে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা। দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী ইস্তাহারে প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ করছেন তিনি। পুজোর আগে জেলায় জেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছিল ‘দুয়ারে রেশন’। এবার সেই প্রকল্পটিই আনুষ্ঠানিকভাবে চালু হল রাজ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে দিন মুখ্যমন্ত্রীর হাতে একগোছা ধান তুলে দেওয়া হয়। মঞ্চেই সেই ধানের গুচ্ছ বেঁধে রাখেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা প্রকল্প অন্যান্য রাজ্য এখন নকল করছে। সারা দেশে বাংলার প্রকল্পগুলি মডেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা দুয়ারে রেশন প্রকল্প একদিন নোবেল পুরস্কার পাবে। মমতা বলেন, “অন্নদাতাদের জন্য অনেক কাজ করেছি”।  রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, দুয়ারে সরকার- সব প্রকল্পের কথা এদিন বক্তব্য মনে করান মুখ্যমন্ত্রী।

 

এদিন, প্রকল্প উদ্বোধনের পাশাপাশি,  ‘খাদ্যসাথী-আমার রেশন মোবাইল’ অ্যাপ ও হোয়ায়ট অ্যাপ নম্বরও চালু করেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ড সংক্রান্ত তথ্যের পাশাপাশি রেশনের বিলি করা সামগ্রীর মান বা এই সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন:Employment: দুয়ারের রেশন প্রকল্পের উদ্বোধনে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version