Monday, November 10, 2025

Aparna Sen: BSF নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, এবার অপর্ণা সেনকে আইনি চিঠি

Date:

বিএসএফ (BSF) নিয়ে বিরূপ মন্তব্যের জের। অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেনকে (Aparna Sen) আইনি চিঠি। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের হয়ে অভিনেত্রীকে আইনি চিঠি পাঠিয়েছেন তাঁর আইনজীবী পৃথ্বীশ দাস।

সীমান্ত এলাকায় সম্প্রতি BSF-এর এক্তিয়ার বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর প্রতিবাদে সরব হন অপর্ণা সেন (Aparna Sen)। অভিযোগ, বিএসএফ-এর বিরুদ্ধে ‘ধর্ষক’, ‘খুনী’ শব্দ প্রয়োগ করেন তিনি। এই সমস্ত মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের হল। মামলাকারীর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্না সেন (Aparna Sen)। সাত দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

গত ১৫ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিশিষ্টজনেরা। ওই সাংবাদিক সম্মেলনে বিএসএফের বিরুদ্ধে মুখ খোলেন অপর্ণা সেন। অভিনেত্রী বলেন, ‘সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার চেয়েও বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। আর তার ফলে কোচবিহারের ছিটমহলে থাকা বাসিন্দাদের স্বাধীনতা আরও খর্ব হতে চলেছে।’

প্রসঙ্গত, সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২টি, বিপক্ষে ৬৩ টি।

আরও পড়ুন- লাগাতার হামলা: ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা তৃণমূলের

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version