Sunday, November 9, 2025

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কোনওরকম অনিয়ম রুখতে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

যার আদতে বাড়ি প্রয়োজন সে যেন কোনওভাবেই বঞ্চিত না হয়। বাংলার বাড়ি(Banglar Bari) প্রকল্পে যেন কোনওরকম দুর্নীতি না হয়। প্রকৃত মানুষই যেন এই প্রকল্পের সুবিধা পান। এই বিষয়টি নিশ্চিত করতে হবে। সদ্য দায়িত্ব নেওয়া পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়(Pulak Roy) ও দফতরের আধিকারিকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

হাওড়ার প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই পঞ্চায়েত দফতরের অতিরিক্ত সচিব মুখ্যমন্ত্রীকে জানান, এই প্রকল্পে প্রথম পর্যায়ে ৫১ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৫৪ লক্ষ বাড়ি তৈরি হবে। এই কথা শুনেই মুখ্যমন্ত্রী বলেন, এই কাজ আগে শেষ করতে হবে। তারপর পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে। আগে ওই পর্যায়ের ৫৪ লক্ষ বাড়ি তৈরি করে মানুষকে দেওয়া হোক। তারপর নতুন নাম নেওয়া হবে।

আরও পড়ুন:Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে যেন কোনওরকম দুর্নীতি না হয় সেই ব্যাপারে সবসময় কড়া নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যাঁদের বাড়ি নেই তাঁরাই যেন এই প্রকল্পে বাড়ি পান। অন্য কেউ যেন না পায় সেটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে কেউ যেন কোনও টাকা না নিতে পারে সেটা দেখতে হবে। সরাসরি এই বাড়ি তৈরির কাজ করার জন্য পঞ্চায়েত দফতরের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে পুলক রায়কে বলেন, তুমি এই দফতরের নতুন দারিত্ব নিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ দফতরের তুমি দায়িত্বে আছ। তার সঙ্গে দলের সাংগঠনিক কাজও তোমায় দেখাশোনা করতে হবে। তাই এই প্রকল্পের কাজের ব্যাপারে সবসময় নজর রাখবে। দফতরের আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে কথা বলে সবসময় এই প্রকল্পের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেবে। প্রকৃত ব্যক্তিই যেন এই প্রকল্পের সুবিধা পান সেটা সবসময় মনে রাখতে হবে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version