সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ( Ab De Villiers)। শুক্রবার এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা করেছেন। মিস্টার ৩৬০ এর এই সিদ্ধান্ত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট বিশ্ব থেকে শুরু করে নেটিজেনরা প্রশংসা ও ধন্যবাদের বন্যা বইয়ে দিয়েছেন। বিরাট কোহলি, জেপি ডুমিনি, ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সবাই শুভেচ্ছাবার্তা ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এক নজরে দেখে নেওয়া যাক কে কী বলেছেন,

বিরাট এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের সময়ের সেরা ক্রিকেটার। আজ পর্যন্ত এরকম অনুপ্রাণিত কেউ করেনি আমাকে। ভাই তুমি যা করেছ আর আরসিবি-কে যা দিয়েছ, তার জন্য তুমি গর্ব করতে পারবে। আমাদের সম্পর্ক খেলার ঊর্ধ্বে। আর সেটাই থাকবে। মাঠের বাইরে আমদের বন্ধুত্বের বন্ধন একই থাকবে। তোমার এই সিদ্ধান্ত আমায় দুঃখ দিয়েছে। কিন্তু আমি জানি তুমি নিজের আর পরিবারের কথা ভেবে সেরা সিদ্ধান্তই নিয়েছ।”

This hurts my heart but I know you've made the best decision for yourself and your family like you've always done. 💔I love you 💔 @ABdeVilliers17
— Virat Kohli (@imVkohli) November 19, 2021
প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে লেখেন,” অনেক অনেক অভিনন্দন তোমার দ্বিতীয় পর্বের জন্য। তুমি যখন ব্যাটিং করো, তখন তোমার ব্যাটিং মুগ্ধ হয়ে দেখি।”


All the best champion in your second innings. We thoroughly enjoyed your batting exploits over the years sometimes at the receiving end but what a career! Truly inspirational and path breaking. Happy retirement #legend !
— Anil Kumble (@anilkumble1074) November 19, 2021
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি টুইটারে লেখেন,” কিংবদন্তির মতন তোমার ক্রিকেট কেরিয়ার। অনেক অনেক অভিনন্দন তোমার এই ক্রিকেটিও কেরিয়ারের জন্য।”

It's been a legendary journey gentleman. Here's to the best days ahead of us.. congrats on a sterling career @ABdeVilliers17 just a chilled day in the Caribbean sitting between 2 GOATS 🐐 of the game.. privileged to have shared the field with them🙏 @DaleSteyn62 pic.twitter.com/HKfUfztj4b
— JP Duminy (@jpduminy21) November 19, 2021