Sunday, November 16, 2025

China:ফের জবরদখলের অভিযোগ! অরুণাচল সীমান্তে চিনা গ্রাম তৈরির ছবি ধরা দিল উপগ্রহ চিত্রে

Date:

ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) লঙ্ঘন করে এবার অরুণাচল প্রদেশে ঢুকে পড়ল লাল ফৌজ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অরুণাচলের শি ইয়োমি জেলায় এলএসি-র প্রায় ছ’কিলোমিটার ঢুকে একটি গ্রাম বানিয়েছেন চিনা সেনা। খবরের পরিপ্রেক্ষতে উপগ্রহ চিত্রও প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম । ওই ছবিতে দেখা গিয়েছে পরপর ৬০ টি বাড়ি অরুণাচল সীমান্তের গা ঘেঁষে তৈরি হয়েছে।

 

সংবাদমাধ্যমের প্রকাশিত ওই উপগ্রহ চিত্রটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তোলা বলে দাবি। সেই সঙ্গে ২০১৯ সালের মার্চে তোলা ঠিক একই এলাকার একটি উপগ্রহ ছবিও প্রকাশ করা হয়েছে।সেটিতে জনবসতির কোনও চিহ্ন নেই। কিন্তু দু’মাস আগে তোলা ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সারি। নতুন ছবিতে আরও দেখা যাচ্ছে যে একগুচ্ছ বিল্ডিং বাদে রয়েছে এমন একটি বাড়ি, যার ছাদে বড় করে আঁকা রয়েছে চিনের পতাকা। স্যাটেলাইটে তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই পতাকার ছবি।

অরুণাচল সরকার বা সেনার তরফে এখনও লাল ফৌজের জমি জবরদখলের বিষয়টি নিয়ে কোনও স্বীকারাক্তি করা হয়নি। তবে সেনা জানিয়েছে, চিনা গ্রাম তৈরি হওয়ার খবর সঠিক নয়। তারা স্বীকার করেছেন যে এরকম একটি গ্রাম রয়েছে, তবে তা চিনের ভূখণ্ডের মধ্যে বলেই দাবি। বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত,বুধবারই একটি সংবাদমাধ্যমে চিনা সেনার বিরুদ্ধে ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ড জবরদখল করে গ্রাম তৈরির অভিযোগ তোলা হয়েছে।এর আগে চলতি বছরের গোড়ায় ওই টিভি চ্যানেলেই অরুণাচলের উত্তর সুবনসিরি জেলায় ভারতীয় ভূখণ্ডের চার কিলোমিটার অন্দরে ঢুকে তাসরি চু নদীর তীরে বানানো চিনা সেনার গ্রাম বানানোর উপগ্রহ ছবি প্রকাশ করা হয়েছিল। তাতে ধরা পড়েছিল ১০১টি বাড়ির অস্তিত্ব।এইনিয়ে লোকসভায় চিনা জবরদখলের বিরুদ্ধে সরব হয়েছিলেন অরুণাচলের বিজেপি সাংসদ। পরপর এই উপগ্রহ চিত্র স্বভাবতই অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রকে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version