Friday, January 30, 2026

Kangana Ranauat: ‘তবে কি এবার রাস্তায় নামা মানুষ দেশের আইন ঠিক করবে’? কৃষি আইন প্রত্যাহারে ক্ষুব্ধ কঙ্গনা

Date:

Share post:

কৃষকদের প্রায় এক বছরের আন্দোলনের পর প্রত্যাহার করা হল ২০২০ সালে পাশ হওয়া বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জাতির উদ্দেশে ভাষণে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। সোচ্চার হয়েছেন বিরোধীরা। অবশ্য বাদ পড়েননি সেলিব্রিটিরাও। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেন একাধিক তারকা। বাদ যাননি ‘কনভার্সিয়াল কুইন’, কঙ্গনা রানাউত(Kangana Ranaut)।

আরও পড়ুন:Mamata Banarjee: অন্নদাতা কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মমতা

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আইন প্রত্যাহার করে নেওয়ায় তিনি রুষ্ট। প্রকাশ্যেই রাগ দেখিয়েছেন। ইনস্টাগ্রামে বলিউড তারকা কঙ্গনা রানাউত ৩ কৃষি আইন প্রত্যাহারের প্রসঙ্গে লেখেন,  ‘তবে কি এ বার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে। নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জেহাদি দেশ হয়ে গেল।’  এরপরই বিরোধীদের কটাক্ষ করে তিনি লেখেন, “তাঁদের সকলকে অভিনন্দন যাঁরা এটা চেয়েছিলেন।”

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের স্বার্থে তিনি বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীরও(Indira Gandhi) জন্মদিন। যাঁর ভূমিকায় একটি ছবিতে অভিনয়ও করেছেন কঙ্গনা। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রকাশ্যেই আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন, ‘দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প।’ ইন্দিরার ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন শুভ জন্মদিন ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার’।



তিন কৃষি আইন নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন এই বলিউড তারকা। কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হন তিনি। বহু নামি তারকার সঙ্গে এ নিয়ে টুইট যুদ্ধেও জড়িয়ে পড়েন তিনি। এরপরই একটি টুইটে আমেরিকার পপ তারকা রিহানাকে পর্ণ ছবির গায়িকা বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তাঁর সেই মন্তব্য়ের জেরে টুইটার কঙ্গনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। আজও তাঁর টুইটার অ্যাাকাউন্টটি নিষিদ্ধ। তবুও তিনি বিস্ফোরক মন্তব্য করতে পিছপ হননি। শুক্রবার নিজের ক্ষোভ ইন্সটাগ্রামে উগড়ে দেন তিনি।

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...