Tuesday, November 4, 2025

Mamata Banarjee: অন্নদাতা কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মমতা

Date:

তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছবি আঁকেন। গান লেখেন, সুর দেন। চরম ব্যস্ততার মধ্যেও তিনি কবিতাও লেখেন। তিনি আবার রাজ্যবাসীর অভিভাবক। তিনি বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর লড়াই-সংগ্রামের ইতিহাস কারও অজানা নয়। এর আগেও যখন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ নির্যাতিত হয়েছেন, প্রতিবাদে গর্জে উঠেছে মমতার কলম।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন হোক কিংবা NRC, CAA থেকে কৃষি আইন, সবেতেই তাঁর প্রতিবাদী কবিতা আওয়াজ তুলেছে। এবার গুরু নানকের জন্মদিনে কার্যত চাপের কাছে নতিস্বীকার করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। যা দেশজুড়ে কৃষক আন্দোলনের ফসল। এই জয় অন্নদাতা কৃষকদের জয়। তাঁদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:কৃষি আইন প্রত্যাহার: দেখে নেওয়া যাক কী এই আইন, কেন এত আন্দোলন?

সেইসঙ্গে কৃষকদের লড়াই-সংগ্রামের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন একটি কবিতা। যা সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।

দেখে নিন অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘‘অন্নদাতার অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই” – এই কথামালায় শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা। কৃষকদের সংগ্রাম, আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে কবিতার স্রোত। মধ্যভাগে শাসকের ঔদ্ধত্য, অহংকারের ভগ্নদশা, অস্ত্রের ঝংকারকে ভেঙেচুরে দিয়ে কীভাবে কৃষকরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন, সেকথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন – ”দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য – অহংকারে ভগ্ন”। আর শেষভাগে সেই জীবনের জয়গান – ”তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে”।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version