Tuesday, August 26, 2025

Mamata Banarjee: অন্নদাতা কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মমতা

Date:

তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছবি আঁকেন। গান লেখেন, সুর দেন। চরম ব্যস্ততার মধ্যেও তিনি কবিতাও লেখেন। তিনি আবার রাজ্যবাসীর অভিভাবক। তিনি বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর লড়াই-সংগ্রামের ইতিহাস কারও অজানা নয়। এর আগেও যখন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ নির্যাতিত হয়েছেন, প্রতিবাদে গর্জে উঠেছে মমতার কলম।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন হোক কিংবা NRC, CAA থেকে কৃষি আইন, সবেতেই তাঁর প্রতিবাদী কবিতা আওয়াজ তুলেছে। এবার গুরু নানকের জন্মদিনে কার্যত চাপের কাছে নতিস্বীকার করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। যা দেশজুড়ে কৃষক আন্দোলনের ফসল। এই জয় অন্নদাতা কৃষকদের জয়। তাঁদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:কৃষি আইন প্রত্যাহার: দেখে নেওয়া যাক কী এই আইন, কেন এত আন্দোলন?

সেইসঙ্গে কৃষকদের লড়াই-সংগ্রামের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন একটি কবিতা। যা সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।

দেখে নিন অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘‘অন্নদাতার অন্নর অধিকার/ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই” – এই কথামালায় শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা। কৃষকদের সংগ্রাম, আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে কবিতার স্রোত। মধ্যভাগে শাসকের ঔদ্ধত্য, অহংকারের ভগ্নদশা, অস্ত্রের ঝংকারকে ভেঙেচুরে দিয়ে কীভাবে কৃষকরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন, সেকথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন – ”দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য – অহংকারে ভগ্ন”। আর শেষভাগে সেই জীবনের জয়গান – ”তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে”।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version