Sunday, November 9, 2025

একজনের মাথার দাম ছিল ১ কোটি! ঝাড়খণ্ডে এনকাউন্টারে নিহত ৮ মাওবাদী

Date:

সোমবার ভোরে ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়ার লুগু পাহাড়ে এক বড়সড় এনকাউন্টারে নিহত হলেন ৮ জন মাওবাদী জঙ্গি। যৌথভাবে এই অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এলিট CoBRA ইউনিট এবং ঝাড়খণ্ড পুলিশ। নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, কোনো জওয়ান এই অভিযানে আহত হননি।

ভোর ৫:৩০ নাগাদ শুরু হয় মুখোমুখি গুলির লড়াই। দীর্ঘক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ মাওবাদীর। এদের মধ্যে রয়েছেন চরমপন্থী প্রয়াগ মাঞ্জি ওরফে বিবেক, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন অরবিন্দ যাদব ওরফে অবিনাশ (২৫ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্ত), সাহেবরাম মাঞ্জি ওরফে রাহুল মাঞ্জি (১০ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্ত), মহেশ মাঞ্জি ওরফে মোটা, তালু, রঞ্জু মাঞ্জি, গঙ্গারাম এবং আরেকজন মহেশ।

অভিযানের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে সিরিজ রাইফেল, সেলফ লোডিং রাইফেল, একটি পিস্তল, বেশ কিছু ইনফ্যান্ট্রি অস্ত্র এবং ৮টি দেশি বন্দুক। পুলিশের মতে, এটি মাওবাদীদের জন্য বড়সড় ধাক্কা।

প্রসঙ্গত, রবিবারই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছিলেন, ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ প্রায় নির্মূলের পথে। চাইবাসার সারান্দা জঙ্গলে এক জওয়ানের মৃত্যুর পর তিনি বলেন, “জওয়ানের আত্মত্যাগ বৃথা যাবে না, অভিযান সফল হবেই।”এই সফল অভিযান সেই আশ্বাসেরই বাস্তব রূপ বলে মনে করছে রাজনৈতিক মহল ও নিরাপত্তা বিশ্লেষকেরা।

আরও পড়ুন – কেরলে কাজে গিয়ে খুন বাংলার যুবক, পরিবারের পাশে বিধায়ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version