Monday, August 25, 2025

(‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই”)

আপাতত বঙ্গ বিজেপিকে (BJP) “গুড বাই” বলার পর থেকেই একের পর এক কটাক্ষে বিদ্ধ তথাগত রায় (Tathagata Roy)। তাঁর টুইট দেখে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার রাজনীতির বিনোদনের জগতে অপূরণীয় ক্ষতি বলে ব্যঙ্গ করেছেন। খামখেয়ালি টুইটের জন্য কুণাল সুকুমার রায়ের “পাগলা দাশুর” সঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতার তুলনা টেনেও কটাক্ষ করেছেন।

এবার তথাগতর টুইটের জবাব দিলেন তাঁরই দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তথাগতকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই। উনি কী করবেন, তা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমার অনেক কাজ থাকে। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়াতে তথাগত রায়কে নিয়ে আরও বলেন, ‘‘উনি একটা সময় পার্টি করতেন। তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। আমি যখন দায়িত্বে আসি, উনি তখন অন্য রাজ্যে রাজ্যপাল। ফলে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন উনি কী করছেন, তা সবাই দেখতে পাচ্ছেন। উনি থেকেই বা কী লাভ হচ্ছে?’’

প্রসঙ্গত, শনিবার সাতসকালে একটি টুইটে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় লেখেন, ”কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !” আর এই টুইটের পরই প্রশ্ন উঠছে, তাহলে কী শেষপর্যন্ত বিজেপি ছাড়ছেন তথাগত রায়? বর্ষীয়ান নেতার টু্ইট কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর তার জবাবেই দিলীপ ঘোষ বুঝিয়ে দেন, তথাগতবাবুর দল করা না করায় পার্টিতে কোনও প্রভাব। কারণ, বঙ্গ বিজেপিতে তথাগত রায়ের কোনও গুরুত্ব নেই।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version