Tuesday, December 2, 2025

Bally Municipality: বালির পুর পরিষেবা বাড়াতে উদ্যোগী নয়া প্রশাসক তরুণ ভট্টাচার্য

Date:

Share post:

বালি পুরসভার নয়া প্রশাসক হলেন হাওড়া সদরের এসডিও তরুণ ভট্টাচার্য। তিনি সদরের মহকুমাশাসক হিসেবে কাজ করার পাশাপাশি বালি পুরসভার প্রশাসকের দায়িত্বভারও সামলাবেন। প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পরই এলাকার পুর পরিষেবার মান কিভাবে আরও বাড়ানো যেতে পারে তা নিয়ে তিনি স্থানীয় বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। বিধায়ক তাঁকে বেশকিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। তাঁর মধ্যে রয়েছে প্রতিটি এলাকায় নিয়মিত জঞ্জাল সাফাই, নিকাশী ব্যবস্থা ঠিকঠাক রাখা, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে নিয়মিত সাফাই কাজ চালু রাখা, সমস্ত স্ট্রিট লাইটগুলি যেন ঠিক থাকে, কোনও এলাকা যেন সন্ধ্যের পর অন্ধকারচ্ছন্ন না থাকে তা নিশ্চিত করা, এলাকায় মশা মারার তেল স্প্রে করা, ব্লিচিং পাউডার ছড়ানো প্রভৃতি যেন ঠিকঠাক হয় তা দেখভাল করা। এই ব্যাপারে পুরসভার কর্মীদের পাশাপাশি এলাকার প্রাক্তন কাউন্সিলরদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছেন বিধায়ক। সেইসঙ্গে ওয়ার্ড কমিটিগুলিকেও আরও সক্রিয় করে তুলতেও উদ্যোগী হয়েছেন বিধায়ক।

বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় বলেন ‘হাওড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের উৎসাহিত করেছেন তাতে কাজ করার আরও বেশি অনুপ্রেরণা পেয়েছি আমরা। মুখ্যমন্ত্রীর পরামর্শে আমরা সবাই একসঙ্গে বালির নাগরিক পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাব।’

বালির নব নিযুক্ত তরুণ ভট্টাচার্য জানান ‘ট্রেড লাইসেন্স সহ নান পরিষেবা পেতে বালির বাসিন্দাদের এতদিন হাওড়া কর্পোরেশনের মূল কার্যালয়ে যেতে হত। এখন থেকে সেই সমস্ত পরিষেবা বালিতেই পাওয়া যাবে। আর হাওড়ায় ছুটতে হবে না। বালিতে হাওড়া কর্পোরেশনের যে সাব-অফিসটি ছিল সেখান থেকেই এখন থেকে বালি পুরসভার সব দফতরই পরিচালিত হবে।’ তিনি আরও জানান ‘স্থানীয় বিধায়কের সঙ্গে আলোচনা করে এলাকার পুর পরিষেবার মান আরও বাড়ানোর চেষ্টা করবো।’ পুর পরিষেবা নিয়ে কারোর কোনও অভিযোগ থাকলে সরাসরি বালি পুরসভার কার্যালয়ে অভিযোগ জানাতে বলেন তিনি। এর পাশাপাশি হাওড়া কর্পোরেশনের বিভিন্ন দফতরে কর্মরত আগের বালি পুরসভার কর্মীদের ফের বালিতে বদলি করে নিয়ে আসা হচ্ছে বলেও জানা গেছে।

আরও পড়ুন- Farmer Agitation: আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা, রবি-বৈঠকে বসছে ৪২ কৃষক সংগঠন

spot_img

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...