Monday, May 5, 2025

Farmer Agitation: আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা, রবি-বৈঠকে বসছে ৪২ কৃষক সংগঠন

Date:

কথায় চিঁড়ে ভিজবে না। আগে কৃষি আইন প্রত্যাহারের সিলমোহর পড়ুক সংসদে তবেই তোলা হবে আন্দোলন স্পষ্ট জানিয়ে দিলেন সীমানায় বসা আন্দোলনকারীরা। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে রবিবার বৈঠকে বসছে ৪২টি কৃষক (Farmer) সংগঠন। শনিবার, সিঙ্ঘু সীমানায় বৈঠকে ৯ সদস্যের কোর কমিটির ৩ ঘণ্টার বৈঠকের পর আন্দোলনে অনড় সংযুক্ত কিসান মোর্চা। সরকারের বিরুদ্ধে আগের ঘোষিত আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সংযুক্ত কিষান মোর্চা কৃষকদের ২২ নভেম্বর লখনউ কিষাণ মহাপঞ্চায়েতে সকলকে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছে। মোর্চা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকদের ২৬ নভেম্বর বিভিন্ন ধর্নাস্থলে পৌঁছানোর জন্য আবেদন করেছে। সেদিন, দিল্লির (Delhi) সীমানা বরাবর একটানা শান্তিপূর্ণ বিক্ষোভের এক পূর্ণ বছর পূর্ণ হবে। দিল্লি থেকে দূরে বিভিন্ন রাজ্যে, ২৬ নভেম্বর প্রথম বার্ষিকীতে অন্যান্য বিক্ষোভের সাথে রাজধানীতে ট্রাক্টর এবং গরুর গাড়ির ব়্যালি বের করা হবে। ২৮ নভেম্বর ১০০টিরও বেশি সংগঠনের সঙ্গে সম্মিলিত কৃষক শ্রমিক মোর্চার ব্যানারে মুম্বইয়ের (Mumbai) আজাদ ময়দানে একটি বিশাল মহারাষ্ট্র-কেন্দ্রিক কিষান-মজদুর মহা-পঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে, প্রতিদিন ৫০০ জন বিক্ষোভকারী ট্রাক্টর-ট্রলিতে মিছিল করে সংসদে যাবেন।

এদিনের বৈঠকে মূলত ৪টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কৃষক সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়েছে কৃষি আইন বাতিলের সাংবিধানিক প্রক্রিয়া কবে শুরু হবে? ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা কবে মিলবে? আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে কী সিদ্ধান্ত? আন্দোলনে মৃত কৃষক পরিবারকে আর্থিক সাহায্যের কী হবে? এনিয়ে সরকারের কাছে স্পষ্ট জবাব চায় কৃষক সংগঠন।

কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হঠল মোদি সরকার। ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর পড়ুক সংসদে।

আরও পড়ুন- Agartala: ফিরহাদ-বাবুল-কুণালের সভামঞ্চ ভাঙল বিজেপি, আক্রান্ত প্রার্থী, নীরব দর্শক পুলিশ

 

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version