Friday, August 29, 2025

Agartala: ফিরহাদ-বাবুল-কুণালের সভামঞ্চ ভাঙল বিজেপি, আক্রান্ত প্রার্থী, নীরব দর্শক পুলিশ

Date:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফের একবার বিজেপির(BJP) ন্যাক্কারজনক হামলার শিকার হলো তৃণমূল(TMC)। এবার তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় ও কুণাল ঘোষের উপস্থিতিতে আগরতলার ইন্দ্রনগরে তৃণমূলের সভা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। পাশাপাশি তৃণমূল প্রার্থীকে মারধর ও ভাঙচুর করা হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়ি। বিজেপির গুন্ডাবাহিনী হাতে আক্রান্ত হয়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। এই হামলা চলাকালীন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আগরতলার ইন্দ্রনগরে সভা ছিল তৃণমূলের। শুরু থেকেই এই সভা বানচাল করার পরিকল্পনা শুরু করে বিজেপি। তৃণমূল নেতৃত্ব মঞ্চে উপস্থিত হতেই মঞ্চের পাশে ভ্যান লাগিয়ে উচ্চস্বরে ডিজে বাজানো হয়। এরপর মঞ্চের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এই অবস্থাতেই বাবুল সুপ্রিয় মঞ্চে উপস্থিত হলে রীতিমতো হল্লা শুরু করে বিজেপি বাহিনী। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আঁচ পেয়ে বাবুল সুপ্রিয় পুলিশকে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অনুরোধ করেন। যদিও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বরং বিজেপি সমর্থকরা পুলিশকে ঘটনাস্থল থেকে সরে যেতে বলে। এরপরই সভামঞ্চে ভাঙচুর চালানো হয়। পুলিশের অনুমতি ও নিরাপত্তা থাকা সত্বেও কিভাবে বিজেপি গুন্ডাবাহিনী এভাবে হামলা চালায় তা নিয়ে প্রশ্ন উঠেছে উঠছে। প্রশ্ন উঠছে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিজেপির এই হামলায় একাধিক তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এই ঘটনার পর সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে কুণাল বলেন, “আমরা মারামারি করতে আসিনি। মানুষ দেখলেন কী অসভ্যতা হল। বিজেপি সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে হামলা করছে। আমরা জনগণের আদালতে বিচার চাইছি।”

আরও পড়ুন- School service commission: রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও অবস্থানে এসএসসি চাকরি চাকরিপ্রার্থীরা

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version