Wednesday, May 14, 2025

জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে। রবিবার বিকেলে হিট অ্যান্ড রান মামলায় আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যুব তৃণমূলের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করতে আজ সকালেই আগরতলার হোটেলে গিয়েছিল পুলিশ। প্রথমে এর প্রতিবাদ জানান তৃণমূলের নেতারা। কোনও নোটিস ছাড়াই কীভাবে একজনকে আটক-গ্রেফতার করা যায়, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক সহ তৃণমূলের অন্যান্য নেতারা।

এরপর তৃণমূল নেতৃত্ব আগরতলা মহিলা থানায় আসেন। কিছুক্ষণের মধ্যে তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, থানায় পুলিশের সামনে দলের নেতাদের মারতে আসে বিজেপির গুন্ডারা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, হেলমেট পরে বিজেপি সমর্থকরা লোহার ডান্ডা নিয়ে হামলা চালায়। আক্রান্ত হন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, সাংসদ সুস্মিতা ঘোষ, তৃণমূলের যুবনেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা।

ভাঙচুর করা হয় সুবল ভৌমিকের গাড়িও। এখানেই শেষ নয়, সায়নীকে জেরার কারণ জানতে চাওয়ায় আরও তীব্র হয়, তৃণমূল-পুলিশ বাকবিতণ্ডা। ততক্ষণে থানার বাইরে বাড়তে থাকে উত্তেজনা। দফায় দফায় জেরা, আলোচনার পর শেষে বিকেল ৪টে নাগাদ জামিন অযোগ্য ৩০৭ ধারায় গ্রেফতার করা হয় সায়নীকে।
দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ত্রিপুরায় দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। মিথ্যা অভিযোগে সায়নীকে গ্রেফতার করা হল। বিজেপির নির্দেশে এই কাজ করা হয়েছে। আগরতলা পূর্ব মহিলা থানায় ঢুকে বিজেপি কর্মীরা হামলা চালালেও তার বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ। উল্টে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল সায়নীকে। গণতান্ত্রিক ও আইনগত ভাবে এর মোকাবিলা করা হবে।

 

Related articles

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...
Exit mobile version