KMC Election: কলকাতা-হাওড়া পুরভোটের প্রস্তুতি! সোমবার সর্বদল বৈঠক কমিশনের

কীভাবে পুরভোটে হবে? কোন দলের কী দাবি রয়েছে তাও শুনবে কমিশন

পুর নির্বাচন নিয়ে হাইকোর্টে আইনি লড়াই জারি থাকলেও কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলতে উদ্যোগী রাজ্য নির্বাচন কমিশন। যার ভিত্তিতে আগামী সোমবার বিকেল চারটেয় সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশনার।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবারই রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। সোমবারের বৈঠকে থাকার অনুরোধ জানানো হয়েছে প্রত্যেক দলের প্রতিনিধিদের। কীভাবে পুরভোটে হবে? কোন দলের কী দাবি রয়েছে তাও শুনবে কমিশন। এদিকে পুর নির্বাচন নিয়ে রাজ্য বিজেপির দায়ের করা মামলায় ইতিমধ্যেই কমিশন হাই কোর্টে জানিয়েছে, মামলা বিচারাধীন থাকাকালীন তারা নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করবে না। আগামী ২৪ নভেম্বর ওই মামলার শুনানি রয়েছে। ওইদিনই মামলার নিষ্পত্তি হবে বলে মনে করছেন কমিশন কর্তারা। সেইমতো সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে রাখতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন- Agitation: সায়নীকে গ্রেফতারের প্রতিবাদ, বর্ধমান শহরে বিপ্লবের কুশপুতুল দাহ যুব তৃণমূলের

Previous articleAgitation: সায়নীকে গ্রেফতারের প্রতিবাদ, বর্ধমান শহরে বিপ্লবের কুশপুতুল দাহ যুব তৃণমূলের
Next articleত্রিপুরায় বিজেপির গুণ্ডামির মাঝে আজ তৃণমূলের পথসভা, অভিষেকের সাংবাদিক বৈঠক